যৌবন একটা সাগরের নাম
তরঙ্গে উতল উছল
দিক চিনহীন গতি
লবনে লবনে ক্ষয় হলে পর
জানা হল ওটা ছিল।
যৌবন একটা বর্ষীয়সী গাছ
যার ছায়াতলে দাঁড়ালেই
রবাব স্পর্শ টের পাওয়া যায়।
যৌবন আসলে বার্ধক্য
যেখানে নিশার তরনী
মা হয়ে ভেসে থাকে
ডুবে যাওয়া রোধ করে
কোনো কোনো অর্বাচীনের।
যৌবন হল সেই অবিনাশী মিথ
মরে যাওয়ার সময় হলেই
আদতে যেখানে প্রাণের সঞ্চার ঘটে।
যৌবন হল সেই অবিনাশী মিথ
মরে যাওয়ার সময় হলেই
আদতে যেখানে প্রাণের সঞ্চার ঘটে।
ধন্যবাদ বন্ধু।
রবাব শব্দটির অর্থ খুঁজে পাচ্ছিলাম না। রবাব – [বিশেষ্য পদ] বাদ্যযন্ত্রবিশেষ।
সুন্দর কবিতা কবি শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সুমন।
যৌবনের গীত শোনালেন দিদি। শুভকামনা সবসময়।
শুভকামনা দাদা।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
ধন্যবাদ কবি সৌমিত্র।
খুউব সুন্দর প্রিয় কবি দি।
ধন্যবাদ কবি রিয়া।
সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি সাজিয়া।
ভীষণ ভালো লাগলো যৌবনের গীত
ধন্যবাদ কবি জুবেরি মোস্তাক ভাই।
যৌবন হল সেই অবিনাশী মিথ
মরে যাওয়ার সময় হলেই
আদতে যেখানে প্রাণের সঞ্চার ঘটে।
চমৎকার উপলব্ধি। অভিনন্দন প্রিয় কবি, শাকিলা তুবা আপু।
ধন্যবাদ কবি আদেল পারভেজ ভাই।
যৌবন আসলে বার্ধক্য
যেখানে নিশার তরনী
মা হয়ে ভেসে থাকে
ডুবে যাওয়া রোধ করে
কোনো কোনো অর্বাচীনের।
অসাধারণ উপলব্ধি।
ধন্যবাদ ভাই।