দুঃখ তো আজন্ম এ জীবনের সাথী
কারো জীবনে নেই শৈশব
কৈশোরও করে না অনুভব
বিষাদ গহীন অরণ্যেই তার বীথি।
দিন কাটে তো কখনও কাটে না রাত
রাত দেখেও দেখে না ভোর
প্রাণ আছে কৈ জীবন সুর
চলে অতো পথ কষ্ট রয় সাথ সাথ।
জন্মাবধি ভেতরে ভেতরে শুধু কাঁদে
শুনে না সে কারো স্নেহ ডাক
মনাকাশে উড়ে শুধু কাক
পথখানি ভরা মৃত্যু গহব্বর ফাঁদে।
ডাকে না কেউ, বলে না কেউ ‘ভালোবাসি’
লন্ডভন্ড তার স্বপ্ন যত
বুকে জ্বলে অগ্নি অবিরত
রোদে পারে না জিরুতে বৃক্ষতলে বসি।
পারফেক্ট নির্মেদ কবিতা। নাই কথার বাহুল্যতা, না আছে চাকচিক্য। আমাদেরই যাপিত জীবনের অনুভূতির কথা মালা। সুপ্রকাশে অভিনন্দন কবি মি. সাইদুর রহমান।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুুরুব্বী।
লিখাটি ছান্দিক হলেও বার্তা প্রধান কবিতা মনে হয়েছে আমার কাছে। সুন্দর সাইদুর রহমান ভাই। অভিনন্দন।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, সৌমিত্রদা।
ঠিকই বলেছেন কবি ভাই। দুঃখ তো আজন্ম এ জীবনের সাথী।
ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা জানবেন।
জীবনবোধের পরিচ্ছন্ন একটি কবিতা। অভিনন্দন সহ শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা, সুমন ভাই।
জীবনে সুখের চাইর দুখের ভার বেশী বলেই সুখ অধরাই থেকে যায়। অভিনন্দন কবি দা।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
দুঃখ তো আজন্মই এই জীবনের সাথী।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, আবু সাঈদ আহমেদ ভাই।
সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
স্বাদের জীবন আমার!
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, দাদা।