অধিকার

কিসের হিন্দু কিসের মুসলিম
কিসের আবার বৌদ্ধ খ্রিস্টান
আমরা মানুষ জীবের সেরা
সবাই মোরা সমানে সমান।

নেই ব্যবধান নেই অহংকার
মানি না কোনও জাতের বিচার,
হিন্দু মুসলিম হই একাকার
সবার থাকুক সমান অধিকার।

কিসের এতো মান গরিমা
কিসের এতো হিংসা অহংকার,
থাকি হিন্দু মুসলিম মিলেমিশে
পৃথিবীটা তোমার আমার সবার।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “অধিকার

  1. আমরা মানুষ জীবের সেরা, সবাই মোরা সমানে সমান। এটাই সত্য কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. প্রতিদিন বেচেঁ থাকি মৃত্যুকে সাথে নিয়ে। তাহ‌লে এই বেচেঁ থাকার মাঝে এতো ভেদাভেদ কিসের? কে হিন্দু,  কে মুসলিম তা খুজেঁ দেখার দরকারই বা কী? 

  2. নেই ব্যবধান নেই অহংকার
    মানি না কোনও জাতের বিচার,
    হিন্দু মুসলিম হই একাকার
    সবার থাকুক সমান অধিকার।

    স্যাল্যূট কবি নিতাই বাবু। মনের কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. প্রতিদিন বেচেঁ থাকি মৃত্যুকে সাথে নিয়ে। তাহ‌লে এই বেচেঁ থাকার মাঝে এতো ভেদাভেদ কিসের? কে হিন্দু,  কে মুসলিম তা খুজেঁ দেখার দরকারই বা কী? তাই আমি ভাবি আমি মানুষ, সেও মানুষ। মানুষ মানুষে একাকার হয়ে যাই।

  3. পৃথিবীটা তোমার আমার সবার। আমাদের সকলের অধিকার সমান। 

    1. প্রতিদিন বেচেঁ থাকি মৃত্যুকে সাথে নিয়ে। তাহ‌লে এই বেচেঁ থাকার মাঝে এতো ভেদাভেদ কিসের? কে হিন্দু,  কে মুসলিম তা খুজেঁ দেখার দরকারই বা কী? তাই আমি ভাবি আমি মানুষ, সেও মানুষ। মানুষ মানুষে একাকার হয়ে যাই।

  4. আমরা মানুষ, মানুষ হিসেবে সম্প্রীতিতে থাকতে চাই এটাই অধিকার। এই অধিকার ক্ষুণ্ন হতে দেয়া চলবে না। 

    1. প্রতিদিন বেচেঁ থাকি মৃত্যুকে সাথে নিয়ে। তাহ‌লে এই বেচেঁ থাকার মাঝে এতো ভেদাভেদ কিসের? কে হিন্দু,  কে মুসলিম তা খুজেঁ দেখার দরকারই বা কী? তাই আমি ভাবি আমি মানুষ, সেও মানুষ। মানুষ মানুষে একাকার হয়ে যাই। ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।

  5. হ্যাঁ। অধিকারটাই বড়। অধিকার কেড়ে নিলে মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। শুভেচ্ছা দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনাকেও শুভেচ্ছা শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন। 

    1. আমিও কোনও জাত ধর্ম মানি না শ্রদ্ধেয় দাদা।   প্রতিদিনই যখন বেচেঁ থাকি মৃত্যুকে সাথে নিয়ে। তাহ‌লে এই বেচেঁ থাকার মাঝে এতো ভেদাভেদ কিসের? কে হিন্দু,  কে মুসলিম তা খুজেঁ দেখার দরকারই বা কী? তাই আমি ভাবি আমি মানুষ, সেও মানুষ। মানুষ মানুষে একাকার হয়ে যাই। ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।  

    1. আমি দিদি এই রীতিতেই আছি। প্রতিদিন মৃত্যুকে সাথে নিয়ে বেঁচে থাকি। সেখানে আবার জাত ধর্ম কিসের? মানি না, মানবো না।

  6. জাতীয় জাগরণের কবিতা। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে 
    সবার মধ্যে জাতীয় চেতনার উন্মেষ হোক।
    ধন্যবাদ প্রিয় কবিবর।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।