ভালোবাসা ৭ (তুমি আমি)

মেঘ কালো কেশ
চোখ জোড়া হরিনি।
ঠোঁটে গোলাপ মাখা
অপরূপ রূপবতী।

মিতালী করি, গভীর আশা
ভালোবাসার জলকেলি।
অপলক দু চোখে নারী
স্বপ্নের নীল পরি।

কবিতারা সুরের পালে
নাগরিক ঐকতান।
কোন এক মেলায়
নাটাই ঘুড়ি তোমার বন্ধনা।

ক্লান্তির বিরামহীন প্রভাতে
সময় মিছামিছি।
কোন এক বিকেলে
তুমি আমি মুখোমুখি।

দু’জনে পথে প্রান্তর মিলিয়ে
অপলক সিমাহীন।
ভালোবাসায় মুগ্ধ-প্রেমময়তা
তুমি আমি, ভালোবাসা।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

10 thoughts on “ভালোবাসা ৭ (তুমি আমি)

  1. দু’জনে পথে প্রান্তর মিলিয়ে
    অপলক সিমাহীন।
    ভালোবাসায় মুগ্ধ-প্রেমময়তা
    তুমি আমি, ভালোবাসা।

    তা-ই হোক ভালোবাসার কবি। 

  2. চমৎকার মি. শান্ত চৌধুরী। ধন্যবাদ আপনাকে।

  3. ভালোবাসা কবিতার দ্বৈরথে আপনার একজন মুগ্ধ পাঠক হয়ে আছি কবি শান্ত ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।