মেঘ কালো কেশ
চোখ জোড়া হরিনি।
ঠোঁটে গোলাপ মাখা
অপরূপ রূপবতী।
মিতালী করি, গভীর আশা
ভালোবাসার জলকেলি।
অপলক দু চোখে নারী
স্বপ্নের নীল পরি।
কবিতারা সুরের পালে
নাগরিক ঐকতান।
কোন এক মেলায়
নাটাই ঘুড়ি তোমার বন্ধনা।
ক্লান্তির বিরামহীন প্রভাতে
সময় মিছামিছি।
কোন এক বিকেলে
তুমি আমি মুখোমুখি।
দু’জনে পথে প্রান্তর মিলিয়ে
অপলক সিমাহীন।
ভালোবাসায় মুগ্ধ-প্রেমময়তা
তুমি আমি, ভালোবাসা।
তা-ই হোক ভালোবাসার কবি।
ধন্যবাদ দাদা
শুভ কামনা সতত…..
চমৎকার মি. শান্ত চৌধুরী। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দাদা
সতত শুভ কামনা ….
ভালোবাসা কবিতার দ্বৈরথে আপনার একজন মুগ্ধ পাঠক হয়ে আছি কবি শান্ত ভাই।
অনেক অনেক ধন্যবাদ
শুভ হউক পথচলা
অনাবিল শুভ কামনা
পছন্দ করার মতো কবিতা প্রিয় কবি দা।
ধন্যবাদ রিয়াদি
অভিনন্দন কবি শান্ত চৌধুরী ভাই।
ধন্যবাদ সুমন ভাই