গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৭
নদী চরে বসে বক
বেলা পড়ে আসে,
সূর্য ডোবে ধীরে ধীরে
পশ্চিম আকাশে।
পাখি করে কলরব
ফিরিছে বাসায়,
মাঠ হতে চাষীদল
ঘরে ফিরে যায়।
জ্বলে দীপ ঘরে ঘরে
সন্ধ্যা নামে গাঁয়ে।
ফুটে ওঠে লক্ষ তারা
আকাশের গায়ে।
চাঁদের জোছনা ঝরে
মাটির উঠানে,
সাঁঝের সানাই বাজে
শুনি দুই কানে।
ধীরে ধীরে রাত কাটে
ভোর হয়ে আসে,
পূব পানে দেখি চেয়ে
সোনা রবি হাসে।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। আশা করবো ভালো আছেন। শুভ দিন।
এভাবেই আমাদের রাত আর দিন ফুরিয়ে যাচ্ছে। সাথে আমাদের সময়ও হিসাবের খাতা থেকে (–)কমে যাচ্ছে। তা একটু টেরও পাচ্ছি না।
ভালোবাসা প্রিয় কবি ভাণ্ডারী দা।