গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৮
সকালে সোনার রবি উঠে পূবাকাশে,
পুঞ্জেপুঞ্জে সাদামেঘ গগনেতে ভাসে।
ফুল বনে ফুল ফুটে সৌরভ ছড়ায়,
তরুশাখে পাখী সব বসি গীত গায়।
সোনালী আভায় হাসে অজয়ের চর,
কুলু কুলু বহে নদী সদা নিরন্তর।
দূরে পিয়ালের বনে বাজিছে মাদল,
অজয়ের নদীজল স্বচ্ছ সুশীতল।
দুই তীরে কাশফুল শোভা মনোহর,
ধারে ধারে দেখি তার সরু বালিচর।
শঙ্খচিল উড়ে চলে মেলে দুই পাখা,
ওইপারে গ্রামখানি ছায়া দিয়ে ঢাকা।
শেফালি মালতী যুঁথী ফুল ফুটে বনে,
শরতের সোনা রোদ উঁকি দেয় মনে।
গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতায় প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি মি. ভাণ্ডারী। ধন্যবাদ।
মন্তব্য মুগ্ধকর।
সাথে থাকুন, জয়গুরু!
দূরে পিয়ালের বনে বাজিছে মাদল, অজয়ের নদীজল স্বচ্ছ সুশীতল।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দা।
মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!
ধন্যবাদ কবি।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!