আরবের কালো মানিক, গরিবের ঘরে সুন্দরী বউ
উড়ে এসে জুড়ে বসেছে সাদারা, পিছনে রয়েছে ইহুদি ফেউ।
কারণে অকারণে খুনসুটি করে, জড়িয়ে নানা ছলনায়
বলার আগেই সন্ত্রাসের তোহমত, তোলে নানা বাহানায়।
মরুর বুকের তরল সোনা, যে করেই হোক পাওয়া চাই
আপসে হলে ভাল,না হলে B-52 দিয়ে কার্পেট বোনা চাই।
যুদ্ধবাজরা রক্তের নেশায়, হিতাহিত জ্ঞান লুপ্ত
মরিয়া হয়ে নিরীহ জনগন, নিধনে হয়েছে লিপ্ত।
মোল্লা, সাহেবের দর কষাকষিতে, বিশ্বে এল কাল মেঘ ঘনিয়ে
টাই পাগড়ির দড়ি টানা টানিতে, বিশ্ব উঠেছে হাঁপিয়ে।
টানা টানিতে খুলে পড়ে (পাগড়ির)প্যাঁচ, বন্দি হয় সব মার প্যাঁচে
টাইয়ের নট আরও আঁট হয়, আরও যায় ফেঁসে।
মোল্লার হাতে আছে বড় জোর ছোরা, মিস্টারের হাতে ছররা
বোমা ফেলে মিস্টার মারে শত শত, মোল্লা মারে সেথায় দোররা।
আসম যুদ্ধর বহু খেসারত, গুনতে হয়েছে মানবে
এত হিংস্রতা কস্মিনকালে, যায়নি শোনাও পাষবে।
ধর্মের নামে পুরোহিতরা, যুগে যুগে চালিয়েছে হত্যাযজ্ঞ
ক্ষমতার লোভে শক্তিধররা, দেশে দেশে চালায় ধ্বংসযজ্ঞ।
মুক্তির বানী আর পেশীর শক্তি, কভু এক কথা নয়
শান্তির দূত নিয়ে আসে পয়গাম, না হলে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়।
বিনা অস্ত্রই নমরুদ, ফেরাউন, শাদ্দাদ হয়েছে ধুলিসাৎ
চাঁদ, সুরুজ আজও জেগে আছে আল্লাহর হুকুমে তাবৎ।
বিনা অস্ত্রই নমরুদ, ফেরাউন, শাদ্দাদ হয়েছে ধুলিসাৎ
চাঁদ, সুরুজ আজও জেগে আছে আল্লাহর হুকুমে তাবৎ।
সত্য।
কবিতা ভালো হয়েছে আপা। সালাম।
সালাম আজাদ ভাই , আপনার ছোয়ায় সেটি যেনো পূর্ণ তা পেলো
শুভকামনা রইল
আপনার কবিতায় বাস্তব চিত্র দেখতে দেখতে পাচ্ছি।
আপনাকে শুভেচ্ছা।
ধন্যবাদ দাদা এতে যারা ভুগছে তারা ত ছাই হচ্ছে তার আাচ অন্য দেরও রেহাই দিচ্ছে না। শান্তি কামনাই,, শুভকামনা রইল সবার জন্য
শান্তি চাই আপা। শান্তি।
সালাম নিবেন আপা। অন্যান্যদের ব্লগে আপনার মন্তব্য কম দেখি। আশা করবো আমরা সবাই মিলে বাকি সবাইদের ব্লগে মন্তব্য দিলে ব্লগের আনন্দ ভরপুর হবে।
সালাম সজিয়া ঠিক তাই , হওয়াও উচিত মনে করি চেষ্টা করতেছি। একটা কথা আছে না নয়ার নয় গুন পুরানের ছয় গুন তাই মনে হয় পিছিয়ে। সুন্দর মন্তব্যের ধন্যবাদ শুভকামনা রইল আপুনি
টাই পাগড়ির দড়ি টানা টানিতে, বিশ্ব উঠেছে হাঁপিয়ে। ঠিক তাই দিদি ভাই।
আমাদের মানব ইতিহাসের ইতিকথা। কিছু বিষয় এখনও বিদ্যমান। তবু শান্তি চাই। যুদ্ধ নয়।
শুভকামনা রইল সবার জন্য