শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
প্রথম পর্ব- আগমনী কাব্য-১
শরতের আকাশেতে সাদা মেঘ উড়ে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে মিঠে সুরে।
কমল কাননে ফুটে কুমুদ কমল,
শরতের সোনা রোদে করে ঝলমল।
কচি কচি ধান গাছে শোভা মুগ্ধকর,
ঘুঘুপাখি আসে উড়ে পাখা করি ভর।
পাশ দিয়ে আলপথ চলে আঁকা বাঁকা,
রাঙাপথে এসে মিশে ঘাস দিয়ে ঢাকা।
শরতের সোনা রোদ পড়ে আসে যবে,
ধানখেত হতে চাষী ফিরে আসে সবে।
পশ্চিমের পানে হেরি অস্তাচলে রবি,
অজয়ের চরে শোভে অপরূপ ছবি।
কাশফুলে দুই কূলে শোভা মনোহর,
সাঁঝের আঁধারে হাসে অজয়ের চর।
অভিনন্দন কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
আমার বাংলার রূপ এমনই, শ্রদ্ধেয় কবি। এই রূপের অধিকারী পৃথিবীর আর দেশ নয়। শুধু আমার সোনার বাংলা।
মন্তব্যে মুগ্ধ হলাম কবিবর। সাথে থাকবেন।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
পশ্চিমের পানে হেরি অস্তাচলে রবি, অজয়ের চরে শোভে অপরূপ ছবি।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিবর। সাথে থাকবেন।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
সুন্দর কবিতা।
মন্তব্যে মুগ্ধ হলাম কবিবর। সাথে থাকবেন।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
সুন্দর কবিতা প্রিয় কবি।
মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি দিদি। সাথে থাকবেন।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
অভিনন্দন প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি বোন। সাথে থাকবেন।
শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
কবিতাটি পড়লাম কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি বোন। সাথেই থাকবেন।
শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!