একজন নজরুলের বড়ো অভাব

আমাজান পোড়ে যাচ্ছে, পোড়ে যাচ্ছে..
কোমলমতি পৃথিবীর মন
যেই গ্রহে তুমি নেই, সেই গ্রহে কার মন
হবে তোমার মতো উচাটন?

এই যে আমি রোজই দেখি রাজার হাতে
লেগে আছে প্রজার পাপ
তবুও কাপুরুষ আমি প্রতিবাদে নেই; দিই
কেবল দায়মুক্তির অভিশাপ!

এই যে নিয়মের ঘাড়ে এতো গাঢ় অনিয়ম
তবুও আমাদের দায়সারা ভাব
যেখানে চাবুকের পিঠে দুরন্ত ঘোড়া হাঁটে
সেখানে একজন নজরুলের বড়ো অভাব!

8 thoughts on “একজন নজরুলের বড়ো অভাব

  1. এই যে আমি রোজই দেখি রাজার হাতে
    লেগে আছে প্রজার পাপ
    তবুও কাপুরুষ আমি প্রতিবাদে নেই; দিই
    কেবল দায়মুক্তির অভিশাপ!

    শুধু অভিশাপই দিয়ে যাবো।  

     

  2. যেখানে চাবুকের পিঠে দুরন্ত ঘোড়া হাঁটে
    সেখানে একজন নজরুলের বড়ো অভাব!

    ঠিক তাই কবি। অভিলাষ পূর্ণ হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. যেখানে চাবুকের পিঠে দুরন্ত ঘোড়া হাঁটে
    সেখানে একজন নজরুলের বড়ো অভাব! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. রাজার হাতে লেগে আছে প্রজার পাপ
    তবুও কাপুরুষ আমি প্রতিবাদে নেই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।