যে জলের কেবল শুরু আছে

পাথর গড়ানোর মতোন ভালোবাসাও গড়ায়
গড়াতে গড়াতে উড়ন্ত চিল হয়, দুরন্ত শকুনি হয়,
শকুনও হয়…
অতঃপর একটা সময় সেই গড়ানো থেমে যায়!

তখন জীবনটা গুলিবিহীন বন্দুকের নল হয়
আমাজানের মতো নখ-দন্তহীন বনের দাবানল হয়
নাটক, কবিতা, ছড়া এবং ক্ষেত্র বিশেষে খেসারি,
মশুর অথবা মুগ ডালের বড়াও হয়!

তবুও আমরা সবাই ভালোবাসা ছাড়া বাঁচিনা…
এই যেমন ধরুন পাখি ছাড়া আকাশ বাঁচেনা
এই যেমন ধরুন মাছ ছাড়া কোনো নদী বাঁচেনা
অথবা শিল্পী ছাড়া যেমন সুর বাঁচেনা তেমন…!!

অতঃপর আচম্বিত…
আবারও একদিন শখের পাথর গড়াতে শুরু করে
গড়াতে গড়াতে শেষের শুরু হয়
মানসাংকের কিম্ভুতকিমাকার জল পাহাড় হয়
যে জলের কেবল শুরু আছে, কোথাও শেষ নেই!!

8 thoughts on “যে জলের কেবল শুরু আছে

  1. মানসাংকের কিম্ভুতকিমাকার জল পাহাড় হয়
    যে জলের কেবল শুরু আছে, কোথাও শেষ নেই!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।