বেতাল বোকা মনে হয়
ভাবনা থেকে টের পাই
নাভি নির্মাণ থুতনির নিচে
নাগরিক উঠোন জুড়ে তালিমারা
-প্রভু গপ্পোর নৌকো,
নোনা আকাঙ্ক্ষার বিপরীতে
ধূলিঢাকা ধানের মাঠ
এখানে একই উচ্চতা-
অনন্তভর তৃষ্ণা মিটানো পিপাসায়
আমি রাষ্ট্রের অঙ্গে
এক দুপুরের বৃষ্টি-
সমতল ধূলোবালি চুষে নেওয়া
আলাদা শোকের গ্রীবা-
আমার কোনো বর্ণনা নেই
অনন্তভর তৃষ্ণা মিটানো পিপাসায়
আমি রাষ্ট্রের অঙ্গে, আমার কোনো বর্ণনা নেই।
অসাধারণ আপনার শব্দালাপ। অভিনন্দন মি. টিপু সুলতান।
আপনার কবিতা গুলোন বেশ সুন্দর হয় কবি টিপু ভাই।
উপমায় অস্থির একটি কবিতার আবেশ প্রিয় কবি দা।
ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
শাদামাটা কবিতাও আপনার হাতে অসাধারণ উঠে আসে।
আলাদা শোকের গ্রীবায়- আমাদের কোনো বর্ণনা নেই।
বর্ণনা করতে না চাইলেও আপনার কথা আপনি বলতে পেরেছেন কবি।
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা।