রাতের প্রহর

অস্তাচলে কৃষ্ণ রেখা
জানায় রাতের গড়ি।
খেয়া পারে ব্যস্ত যাত্রীরা
গুটায়ে পসার পাত তাড়ি।
প্রহরে প্রহরে গড়ছে পট
জানা অজানার পটে।
ক’জনই বা খবর রাখে
সৃষ্টির কোথায় কি ঘটে।
আকাশ সাজে বাহারি সাজে
বসায় চাঁদের ঘাট।
মনের মুকুরের লালিত স্বপ্ন
বসায় সওদার হাট।
কেউবা সাজায় সুখের বাসর
সানাইয়ের সুরে।
কেউবা নিরবেই ঝরে যায়
বিউগলের সুরে।
কেউবা জানায় আগামনী বাতা
কান্নার রোলে।
কেউবা পায় অশনি সংকেত
হুঙ্কারের বোলে।
প্রহর গড়ায়, নিকশ নিরব
থম থমে চারিধার।
অশরীরা ও যেনো সেই হুজুগে
ছেয়ে যায় পারাবার।
রাতের প্রহর কাটেনা তখন
হৃদয় ভাঙ্গার জোয়ার।
ভাটির টানে হারাবে কোথায়
নিলিপ্ত হাহাকার।
কৃষ্ণ গহ্বর পাড়ী দেয়া
এক কঠিন সংগ্রাম।
তবু ও পাড়ি জমায় রাতের প্রহর
অবলীলায় নিত্য জীবন সংগ্রাম।

16 thoughts on “রাতের প্রহর

  1. কেউবা জানায় আগমনী বাতা
    কান্নার রোলে।
    কেউবা পায় অশনি সংকেত
    হুঙ্কারের বোলে।

    শ্রদ্ধেয় কবি দাদা, আমার জীবনের সাথে একদম হুবহু! 

    জীবন আমার এভাবেই চলছে, সেই জন্ম থেকেই।     

    1. সমবেদনা জানানোর ভাষা জানা নাই দাদা, ভালবাসার বড় অভাব সমাজে। ধৈর্য্য আর মনোবল আপনাকে এতদূর  নিয়ে এসেছে  এত টুকুন অটুট থাকুক বাকিটা পথ পার হবার জন্য। জীবন মঙ্গলময় হোক  শুভকামনা রইল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অকারণের ব্যাকরণ আমার কাছে তেমন একটা মুখ্য বিষয় নয়। বক্তব্য পরিষ্কার হলেই হলো। আপনার এই লিখায় গুণবানরা অসংখ্য ভুল পাবেন জানি, তারপরও আমার কাছে আপনার চেষ্টার মূল্য অনেক অংশেই আদরনীয়। ধন্যবাদ শ্রদ্ধেয় আপা। :)

    1. সালাম আজাদ ভাই, ঠিকই ধরেছেন ব্যকরণ শেখা ছিলো  ম্যাডামের ভয়ে  বা পাশ করার জন্য তাও হাপ সেঞ্চুরি  পার করেছি  গন্ডি থেকে অবশিষ্ট,.,..

      তাই আপনি  ভরসা।  শুভকামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. কিছু মূদ্রণ বিভ্রাট রয়েছে। এ বাদে ওভারঅল চেষ্টা সুন্দর হয়েছে আপা। :)

  4. প্রহরে প্রহরে গড়ছে পট
    জানা অজানার পটে।
    ক’জনই বা খবর রাখে
    সৃষ্টির কোথায় কি ঘটে।

    ছন্দের বার্তায় শব্দ গুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. জীবন সংগ্রামের ম্যারাথনে আমরা সবাই একই তীর্থের যাত্রী বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ দাদা  ম্যারাথনই বটে,দুই পা পড়ার  ফুরসত নাই  সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. সম্ভবত প্রায় বছর দশেকের মতো হবে আপনার লেখা পড়ছি আমি। অসাধারণ আপনার ধৈর্য্য শক্তি। শরীর কেমন আছে আপা? :)

    1. ধন্যবাদ  আপুনি ঠিকই  বলেছ সেই  শব্দ নীড়ের জন্ম লগ্ন থেকে  বা তারও আগে  প্রথম আলো  ব্লগ থেকে  সুরাইয়া হেলেন  লুবনা আফরোজা আরও  বন্ধুরা নেশার মত ছিল রাত জেগে ওঠে মন্তব্য দেখতাম  স্মৃতিতে জ্বলজ্বল ওদের  মিস করি এখনো,,,,

      আছি আল্লাহর রহমতে বয়স তো হয়েছে  সেল ফোনে  আছি 

      ধরতে  হাত বাকা হয়ে যায়  স্ক্রিন ছোট দৌড়াদৌড়ি  করে  মন্তব্য  হারিয়ে যায়  ধৈর্য  কই,,,,

      তবুও মন থেকে অনেক ভালো লাগা ভালোবাসা রইলো তুবা শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।