রীতিমতো চাঁদের আলোয়
চারদিকে সুগন্ধি ছড়িয়ে যায় কামিনী ফুলের
প্রণয়ী নেশার ঘোর কাটেনি এখনো,
তোমার চুম্বনের দাগ এখনো লেগে আছে
হৃদয়ে রক্তে শিরায় উপশিরায়,
তুমি আমি ভিজে সিক্ত
তুমি কাছে এলেই বুকে বাঁজে রণবাদ্য
ভালোবাসার অথৈ সাগরে ডুবিয়ে দাও
যেন এক লজ্জবতী লতা
এবার একটি ফুল প্রষ্ফুটিত কর হে প্রিয়ংবদা……….
— ফারজানা শারমিন
০৬ – ০৯ – ২০১৯ ইং
আমার কাছে ভালো লেগেছে প্রিয় কবি দিদি ভাই।
অসংখ্য ধন্যবাদ……..
দারুণ রোম্যান্টিক কবি আপা।
অসংখ্য ধন্যবাদ…………
এবার একটি ফুল প্রষ্ফুটিত কর হে প্রিয়ংবদা লাইনটি বেশ লেগেছে বোন।
অসংখ্য ধন্যবাদ………..
কবিতাটি ভালো হয়েছে কবি ফারজানা শারমিন। আশা করবো নিয়মিত হবেন।
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন কবি……………
আপনার জন্যও শুভেচ্ছা রইলো কবি।
কবিতার জন্য ধন্যবাদ কবি।
অসংখ্য ধন্যবাদ…………
অসংখ্য ধন্যবাদ………
সুন্দর কবিতা আপা।
অসংখ্য ধন্যবাদ………..
অনেক ভালো লাগলো। কবিতায় ভালোবাসা রেখে গেলাম।