প্রণয়…….

রীতিমতো চাঁদের আলোয়
চারদিকে সুগন্ধি ছড়িয়ে যায় কামিনী ফুলের
প্রণয়ী নেশার ঘোর কাটেনি এখনো,
তোমার চুম্বনের দাগ এখনো লেগে আছে
হৃদয়ে রক্তে শিরায় উপশিরায়,
তুমি আমি ভিজে সিক্ত
তুমি কাছে এলেই বুকে বাঁজে রণবাদ্য
ভালোবাসার অথৈ সাগরে ডুবিয়ে দাও
যেন এক লজ্জবতী লতা
এবার একটি ফুল প্রষ্ফুটিত কর হে প্রিয়ংবদা……….

— ফারজানা শারমিন
০৬ – ০৯ – ২০১৯ ইং

16 thoughts on “প্রণয়…….

  1. এবার একটি ফুল প্রষ্ফুটিত কর হে প্রিয়ংবদা লাইনটি বেশ লেগেছে বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. কবিতাটি ভালো হয়েছে কবি ফারজানা শারমিন। আশা করবো নিয়মিত হবেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।