প্ররোচনা

প্ররোচনা

তবুও বেলা যে যায়
তুলসি পাতায় ধোয়া হাত
ওদিকে অপেক্ষায় প্রাচীন মানব
মৌণমিছিলে নিষিদ্ধ মোমবাতি হাতে

মুদ্রার বিপরীতে রাখা বিশ্বাস
মেধা-মননে নিচ্ছি পাঠ
ফলনের ভিতর গোপনীয়তা যদি থাকে
রাত্রির আড়ালে লিখে দেবো সব

শাস্ত্র কিংবা সূত্র- তন্ত্রীয় জ্বালে জ্বলছে
এসো শঙ্খ বাজাই জোরেশোরে
সুষুপ্তিতে যারা মগ্ন তাদের জাগিয়ে
ঘুঘু দর্শনে বেড়িয়ে পড়ি রাতবিরাতে।

7 thoughts on “প্ররোচনা

  1. বেশ অনেকদিন পর পর আপনার কবিতার দেখা পাই। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. একসময় আপনার কবিতা নিয়মিত পড়তে পেতাম। এখন পাই না। কেমন আছেন কবি?

মন্তব্য প্রধান বন্ধ আছে।