আহত ইচ্ছা

রঙ্গিন নেশা ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মত
মেঘের সাথে পাল্লা দিয়ে পাহাড় শত শত।
মন ছুটে যায় তেপান্তরে হাওয়ায় ভেসে ভেসে
সাধ জাগে তার পাখির ডানায় ঘুরবে দেশে দেশে।

নানান রং এর স্বপ্ন গুলো ভাসিয়ে দিয়ে ভেলায়
ইচ্ছা গুলো উড়তে চায় প্রজাপতির পাখায়।
গাইবে গান কইবে কথা ঢেউয়ের কানে কানে
রূপালী আলোয় সাজাবে বাসর নিশীথ চাঁদের সনে।

লুটবে মৌ অলী হয়ে পুষ্প রেণুর ডগায়
ছড়িয়ে দেবে ফুলে ফুলে জনান্তিকের আশায়।
পদ্ম পাতায় শিশির বিন্দু জ্বলবে মুক্তো হয়ে
সোনা রোদে মিশবে মেঘে নেশা উবে গিয়ে।

ভাবাবেগে চলছে ছুটে মরু উপত্যকায়
ভাবনা গুলো দিশে হারা মায়া মরীচিকায়।
খুশবু হারা সুখ গুলো সব মুখ থুবড়ে পড়ে
ক্ষত বিক্ষত হয় পালক গুলো অনাচারী ঝড়ে।

ঝরে পড়ে ইচ্ছা গুলো পাপড়ী ঝরার মত
কাটা বিঁধে ফুলের সোহাগ রক্ত ঝরায় কত।
প্রেম কাননে আসে ধেয়ে অলী কুল যত।
পায় কি তারা প্রেমাসন নিজের ইচ্ছা মত।

16 thoughts on “আহত ইচ্ছা

  1. লুটবে মৌ অলি হয়ে পুষ্প রেণুর ডগায় …
    ছড়িয়ে দেবে ফুলে ফুলে জনান্তিকের আশায়।
    পদ্ম পাতায় শিশির বিন্দু জ্বলবে মুক্তো হয়ে
    সোনা রোদে মিশবে মেঘে নেশা উবে গিয়ে।

    ভালো লিখেছেন আপা। সম্মান রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সালাম এর উত্তর নেবেন আপা। আশা করি আপনার এই লিখার ফরমেট এখন ঠিক আছে। তারপরও ঠিক আছে কিনা জানাবেন। :)

      1. ওয়াও এখন একদম ঠিক এটাই থাক ,ধন্যবাদ কাজে আপনি সেরা কৃতজ্ঞতা শুভকামনা দাদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মনের কথা গুলোন আমাদের সাথে শেয়ার করে ভালো করেছেন বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ দাদা  

      উড়ু উড়ু মন

      কল্পনার  রাজ্যেই বিচরণ শুভকামনা নিরবধি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. মন গাইবে গান কইবে কথা ঢেউয়ের কানে কানে
    রূপালী আলোয় সাজাবে বাসর নিশীথ চাঁদের সনে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।