কারবালার আদর্শ

কারবালার নাম করে কেঁদে হবে কি
শহীদের আদশ পালন হয়েছে কি?
মাথানত করেনিতো হোসাইন(স)ইয়াজিদের কথাতে
ভ্রুক্ষেপ করেননিতো সীমারের ছোরাতে।
রাসুলের সঃ দৌহিত্র আলী ফাতিমার দুলাল
ধরে রেখেছেন উধে তুলে ইসলামের হেলাল।
এ যুগেও আছে কত ইয়াজিদ সীমার
এদেরও রুখতে হবে সব অন্যায় অনাচার।
শিয়া সুন্নির প্রভেদ ঘুচিয়া ইসলামের জয় হোক
তবেই সাথক হবে কারবালার শোক।

13 thoughts on “কারবালার আদর্শ

  1. শিয়া সুন্নির প্রভেদ ঘুচিয়া ইসলামের জয় হোক
    তবেই সাথক হবে কারবালার শোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এই শোক মুসলিম  উম্মেহর  কারও কম বেশি নয় সবাই ঐক্যবদ্ধ  হোক এই কামনা

  2. কারবালার নাম করে কেঁদে হবে কি
    শহীদের আদশ পালন হয়েছে কি?
    মাথানত করেনিতো হোসাইন(স)ইয়াজিদের কথাতে
    ভ্রুক্ষেপ করেননিতো সীমারের ছোরাতে।

    আর আমরা নিজেরাই স্বার্থেই ধান্দায় সচরাচর বিক্রি হয়ে যাচ্ছি। সুনীতি ত্যাগ করে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছি। 

     ভালো লিখেছেন কবি। আপনাত জয় হোক।       

    1. জয় হোক  সত্যের জয় হোক  মানবতার সব প্রশংসা মহানের

      শুভেচ্ছা দাদা

    1. ধন্যবাদ দাদা

      ঐক্যে ই শক্তি এটা বুঝতে হবে 

      শুভকামনা সব সময় 

মন্তব্য প্রধান বন্ধ আছে।