সূর্যকে করেছিলাম দুটি প্রশ্ন!
প্রশ্ন: তুমি বিরামহীনভাবে এই পৃথিবীর জন্য কেন আলো ছড়িয়ে যাচ্ছে? আমাদের সমাজের আলোকিত মানুষগুলো তো মানুষের মাঝে আলো ছড়ায় না।
উত্তর: আমার জন্য এই পৃথিবী।
আর পৃথিবীর জন্য আমি।
আমাদের মহান স্রষ্টা নিরাকার।
তাই আমরা দুই, দু’য়েতে একাকার।
শুধু পৃথিবীর মাঝেই দেখি যত হাহাকার, অত্যাচার, অবিচার।
তা দেখে মহান স্রষ্টা হতবাক নির্বিকার!
জানি না তোমাদের মাঝে কিসের এতো অহংকার!
প্রশ্ন: তুমি কেন পাপী-তাপীদের মাঝে সমানভাবে তোমার আবির মাখা আলো বিতরণ করছো? আমাদের সমাজপতিরা তো তাঁদের ক্ষমতা বলে নিজেদেরই আখের গোছায়।
উত্তর: আমার কাজ আলো বিতরণ করা।
কে পাপী আর কে তাপী,
তার হিসাব না করা।
পাপ করবে যাঁরা,
সাজা পাবে তাঁরা।
পূণ্য করবে যাঁরা,
সুখ পাবে তাঁরা।
আমার কাজ সুষ্ঠু বিতরণ।
আমাদের মহান স্রষ্টা করেছে বারণ।
কোরো না কারোর অধিকার হরণ।
আর তোমারা জীবের সেরা মানুষ হয়েও করছো অসুরের রূপধারণ।
বুঝি না এর কী কারণ!
ঠিক বলেছেন

নিবিকার নয় সুতা ধরাই আছে কিছু উড়া উড়ির স্বাধীনতা দিয়ে রেখেছেন ঘুড়ির যা হয় ততটুকুই দিন শেষে লাটাই এর খবর
সুন্দর চিন্তা প্রসুত লেখা
এই লাটাই যে তাঁর হাতে, তা আমরা একটুও কেয়ার করি না। উড়তেই থাকি উড়তেই থাকি। তারপর বলি সময় শেষ হয়েছে বলেই… আর কী!
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
আমার কাছে কেন জানি মনে হয় স্রষ্টাও ব্যালেন্স করে চলেন নিতাই বাবু।
সালাম ভাইয়া শুভেচ্ছা রইলো
নিজেকে সামলিয়ে চলার চেষ্টা করি দাদা। তা কতটুকু পারছি জানি না। আশীর্বাদ প্রার্থী ।
সূর্যদেব এর উত্তর কিন্তু অসাধারণ হয়েছে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
বাহ্ দারুণ তো কবি নিতাই বাবু !! দুপক্ষই ভালো প্রশ্ন উত্তর করেছে। জয় স্রষ্টা।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো দাদা।
'তোমরা জীবের সেরা মানুষ হয়েও করছো অসুরের রূপধারণ।' অদ্ভুত সুন্দর পটচিত্র।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা সারাক্ষণ।
লেখাটি পড়তে তেমন সময় লাগলো না; কিন্তু্এমন লেখা লিখতে অনেক সময় লাগে। অভিনন্দন প্রিয় কবিদা।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। সাথে আগাম শারদীয়া শুভেচ্ছা থাকলো।
শিক্ষণীয় প্রশ্নোত্তর।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শাকিলা দিদি। আগাম শারদীয়া শুভেচ্ছা জানবেন।
হুমম সুর্য উত্তর দেওয়ার ব্যাপারে তার আলোর মতই সমুজ্জ্বল ! ভাল লাগলো।।