স্রষ্টা সত্য সৃষ্টি সত্য

সত্য আমার সৃষ্টিকর্তা
সত্য তাঁর সৃষ্টি,
সত্য আকাশ বাতাস
সত্য বজ্রপাত বৃষ্টি।

সত্য চন্দ্র সূর্য
সত্য গ্রহ নক্ষত্র,
সত্য নদী সাগর
সত্য স্রষ্টা সর্বত্র।

সত্য আমার মাতা-পিতা
সত্য আমার জন্ম,
সত্য আমার ধর্মগ্রন্থ
সত্য আমার ধর্ম।

সত্য গীতা রামায়ণ
সত্য বাইবেল কুরআন,
সত্য ত্রিপিটক বদ্ধুবচন
সত্য গোরস্থান শ্মশান।

সত্য উপসনা এবাদত
সত্য ঈদ রোজা,
সত্য কুরআনের আয়াত
সত্য দেব-দেবীর পূজা।

সত্য স্রষ্টার গাছ-গাছালি
সত্য বন জঙ্গল,
সত্য আলো আঁধার
সৎপথেই হয় মঙ্গল।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

23 thoughts on “স্রষ্টা সত্য সৃষ্টি সত্য

  1. সত্য গীতা রামায়ণ, সত্য বাইবেল কুরআন,
    সত্য ত্রিপিটক বদ্ধুবচন, সত্য গোরস্থান শ্মশান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, পোস্টের ছবিটা কিন্তু আপনার ফেসবুক টাইমলাইন থেকে সংগ্রহ করা। অনুমতি ছাড়া নিয়েছে বলে মন্তব্যে জানিয়ে দিলাম শ্রদ্ধেয় দাদা।                  

      1. আমি জানি আপনি রাগ না করে খুশিই হবেন। এটা ছিল আপনার প্রতি আমার দৃঢ়বিশ্বাস।  

    1. নেতা বলি আর মন্ত্রী বলি,

      সবাই ছাড়ে মিথ্যে বুলি।

      কতই না করে ফালাফালি

      লোক দেখানো কোলাকুলি।

       

      তাঁদের কাছেই সব মিথ্যে 

    1. আমরা কেউ বা কেউ জীবন চলার মাঝে সত্যমিথ্যা যাচাই-বাছাই করে অনেক চলি না শ্রদ্ধেয় দাদা। তাই এই জীবনে  অনেক অনেক খেসারতও দিতে হচ্ছে। 

      আপনার সুন্দর মতামতের অন্য ধন্যবাদ জানবেন।       

    1. অনুপ্রেরণা দানে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা। 

  2. স্রষ্টা চিরকাল সত্য এবং অবিনশ্বর। কবিতা সুন্দর হয়েছে দাদা।

  3. চিরন্তন এই সত্যের মহার্ঘে প্রাণঢালা ভালোবাসা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সঠিক বলেছেন প্রিয় কবি দা। সৎপথেই হয় মঙ্গল। ঈশ্বর সত্য বলেন সত্য শোনেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  5. মহান স্রষ্টার বিধান সুন্দর,  সত্য সুন্দর দিনের  আলোর মত  

    শুভকামনা দাদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।