সাঈদের তিনটা অকবিতা… আজ প্রথম ভাগ

বিস্তার

দিনগুলো দীর্ঘ আর রাতগুলো দীর্ঘতম — তুমিহীন। পাবো না জেনেই কী প্রবলভাবে তোমাকে চাইছি — আত্না আর হৃদপিণ্ডের বিনিময়ে ! কিলবিল শুয়োপোকা যতটা চায় প্রজাপতি জীবন, অাষ্টেপৃষ্ঠে স্বেচ্ছাবন্দী শক্ত খোলসের ভিতর ঘুমঘুম মৃত্যুতে – মরে আছি। আর, মুক্তো ! সে তো ঝিনুকের অনারোগ্য ব্যাধি– আমিও আরোগ্যহীন। পাঁজরে একটা মুক্তো বড় হচ্ছে – তোমার নখ রঙা কোমল রঙিন।

প্রজাপতি ডানায় মুক্তোর কারুচিঠি পাঠাবো তোমায়। পাবোনা জেনেও তোমাকেই শুধু চাই। যদি পাই, তবে মাস্তুলে পাল; ঝলসানো চাঁদের রাতে যৌথ সমুদ্রযাত্রা। আর, যদি না পাই, তবে পাথরজীবন।

তুমি জানবে না কখনো পাথর জলের সন্তান অশ্রুর পুত্র। জানবে না — তোমার প্রতি যে ভালোবাসা, তার শুরু নেই, শেষ নেই, শুধুই অনন্ত বিস্তার।

20 thoughts on “সাঈদের তিনটা অকবিতা… আজ প্রথম ভাগ

  1. প্রথম ভাগের নন্দিত শুভেচ্ছা মি. আবু সাঈদ আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তোমার প্রতি যে ভালোবাসা, তার শুরু নেই, শেষ নেই, শুধুই অনন্ত বিস্তার।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. তুমি জানবে না কখনো পাথর জলের সন্তান অশ্রুর পুত্র। জানবে না — তোমার প্রতি যে ভালোবাসা, তার শুরু নেই, শেষ নেই, শুধুই অনন্ত বিস্তার।

    ভালোবাসা ছাড়া আর আছে কী? ভালোবাসা হলো এ-দেহের নিশ্বা,  নিশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি?     

  4. এটাও যদি অকবিতা হয় তাহলে আমরা কোন কবিতার স্বর্গে বাস করছি দাদা? :)

  5. কাউকে পাওয়া না পাওয়া কে এতো গুরুত্ব দেন কেন?  নিজের উপরে ভরসা রাখেন, আপনি আমি কম কিসে?  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।