সময়

সময়ের বড়ো তাড়া চাহে না পিছু ফিরে।
দোর্দন্ড প্রতাপে করছে শাসন চারপাশ ঘিরে।
সেচ্ছায় অনিচ্ছায় আজ্ঞাবহ তার।
ভালো কি মন্দ বিচার বুদ্ধি যার যার।

আবর্তনে রেখেছে ব্যস্ত, চন্দ্র, সূর্য, তারা।
রোদ, বৃষ্টি মেঘ সমুদ্রের স্রোতধারা।
ব্যস্ততা আছে উদয় অস্তে, ব্যস্ততা আছে সৃষ্টিতে।
ব্যস্ততা আছে বিহঙ্ঘকুলে, ব্যস্ততা আছে জলজ প্রাণীতে।
যথা সময়েই ‍মেলে দিতে হয় প্রজ্ঞার বিস্তার।
অসময় অবহেলার খেসারত থেকে নেই নিস্তার।
দৃঢ় চেতনা, দৃঢ় চিত্তেরই পরিচায়ক।
দৃঢ় পদ‍ক্ষেপই জয়ের লক্ষ্যে সহায়ক।
সঠিক পথে আগে বাড়া জন আছে উচুঁ শিরে।
ভুলের মাশুল সুধতে সময় কোন মূল্যে না ফিরে।
যুগের চাকায় অভিজ্ঞতার মশাল ঘুরে হাত থেকে হাতে।
হারানো অ‍তীত থেকে শিক্ষা হয় নিতে।
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে সবাই নিয়তই।
কালের যোগ বিয়োগের ফলাফলই জীবনের নিয়তি।

18 thoughts on “সময়

  1. 'ব্যস্ততা আছে উদয় অস্তে, ব্যস্ততা আছে সৃষ্টিতে।
    ব্যস্ততা আছে বিহঙ্ঘকুলে, ব্যস্ততা আছে জলজ প্রাণীতে।'

    অদ্ভুত এক সত্যতা ঘিরে আছে পুরো কবিতা জুড়ে। অভিনন্দন আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ ভাইয়া  ব্যস্ত একটু ,.., 

      কিনতু মন্তব্যে মস্ত শুকরিয়া https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সময়ের বড়ো তাড়া চাহে না পিছু ফিরে।
    দোর্দন্ড প্রতাপে করছে শাসন চারপাশ ঘিরে।
    সেচ্ছায় অনিচ্ছায় আজ্ঞাবহ তার।
    ভালো কি মন্দ বিচার বুদ্ধি যার যার।

    সময়ের সাথেই চলছে সবার যুদ্ধ। এই যুদ্ধের শেষ হবে মৃত্যুতে।     

    1. ধন্যবাদ  ঠিক তাই  জীবন  যুদ্ধ  শেষ হয় জীবন অবসানেই

      আপনার  চিন্তা ভাবনা অনেক গভীর মনে হয় 

      শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমারও  ভালো লাগলো ব্যস্ততার মাঝেও স্মরণ করেছেন শুকরিয়া নীড়ে স্বাগত শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. লাইনে লাইনে বিরাম চিহ্ন থাকায় বেশ আয়েশ করে বিশ্রাম নিয়ে নিয়ে কবিতাটি পড়া শেষ করতে হলো। :)

    1.  

      সালাম  এ দোষ আমার  রয়েই গেলো কি যে করি

      এটা কেন  আসে  বা কেন দেই সেটি কি ভাবে  শুরু করি যেমন আমি মনে হয় কমপ্লেক্সে  সেনটেনস লিখতে জানি না   তাই মনে হয় প্র সেনটেনসএ দাড়ি  দেওয়ার অভ্যাস। শুধরে দেওয়ার জন্য  শুকরিয়া ধন্যবাদ  শুভ কামনা অবিরাম https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে সবাই নিয়তই।
    কালের যোগ বিয়োগের ফলাফলই জীবনের নিয়তি।

    জীবনের সাথে জীবনের মতো দৌড়োতে হবে কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সময় নিয়ে সময়ের কবিতা উপহারে শুভেচ্ছা জানাই প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. আবর্তনে রেখেছে ব্যস্ত, চন্দ্র, সূর্য, তারা।
    রোদ, বৃষ্টি মেঘ সমুদ্রের স্রোতধারা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।