এক রঙা মন

আজ সারাটা দিন জুড়ে মনে মনে তোমার ওড়াউড়ি। মেঘ, ঘাস, ফুল, রোদ আর জল তোমার সুর বুনে পশমিনা চাদরের ওম হয়ে ধরে রাখে আমায়। চারপাশে আস্তে আস্তে নিস্তব্ধতা মেখে নিলে, মন তার দরজা খোলে অতি ধীরে।

বহুদূরে ভেসে যাওয়া সুর একে একে কি যে সব বলে চলে। কান পাতি, মন পাতি, নিঃশ্বাস থেমে থেমে শুনি যেন রূপকথা। সেই সব কথা, যা নাকি আগে কেউ শোনে নি, একদম আনকোরা, তুলে রাখা সিন্দুকে। ভালো লাগা সেই কবে ভুলে গেছিলো মন। চিরন্তন প্রতীক্ষায় রঙে রঙে ঢেকে যায় চারপাশ। সে রঙের নাম মনে নেই।

এই রকম এক রঙা দিনে মন খুঁজে পায় তোমাকে। আনমনে চেয়ে থাকি তোমার ছবির দিকে। আকাশের সব তারাগুলো জানে আমি আজকাল আমার পছন্দের তারাদের তোমার নামে ডাকি। একটা একটা করে তুলে রাখি তাদের মনের মণিকোঠায়। এইসব সময়, এইসব মুহূর্ত খুব যত্নে তুলে রাখা।

মায়ার বাঁধনে জড়িয়ে এভাবেই ভালো থেকো ভালোবাসা।

.
রিয়া রিয়া চক্রবর্তী।

16 thoughts on “এক রঙা মন

  1. ঠিকানা দিলেন না, শুধু সুন্দর সুন্দর ছবি আপলোড করেন। আর রোমান্টিক পোস্ট https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    ঈশ্বর সকলের ইচ্ছা পূর্ণ করুক। এবং রিয়া দেবীর জয় হোক https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মায়ার বাঁধনে জড়িয়ে এভাবেই ভালো থাকুক ভালোবাসা। শুভেচ্ছা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. প্রচ্ছদের সাথে লেখাটি ভালো গিয়েছে কবি রিয়া রিয়া চক্রবর্তী। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. আপনার এমন জীবন ধারার লেখা পড়লে মনটা হালকা হয়ে যায় দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. এভাবেই ভালো থাকা চাই। ভালোবাসা জেগে থাকুক আমাদের সকলের অন্তরে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় রিয়া দিদি।        

  6. জীবনের এইসব সময়, এইসব মুহূর্ত খুব যত্নে তুলে রাখা যেতে পারে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।