দুর্নীতির বালিশ

আমি “নীতি” শব্দটি বানান করি
বানান করতে করতে দিস্তা দিস্তা কাগজ শেষ করি, কালি শেষ করি। কেবল ভুল হয়! ভুলে দুর্নীতি লিখে ফেলি! কলম দোষ ধরে আমার, আমি দোষ ধরি কলমের।

এভাবে “নীতি দুর্নীতি” লিখতে লিখতে কতো “সময়” নষ্ট করেছি, আর আজ “সময়” নষ্ট করছে আমাকে। দোষ ঘুরেফিরে আমার’ই।

একদিন “নীতি দুর্নীতিকে” জিজ্ঞেস করেছি, কার সুখ বেশি?
“নীতির” বিছানায় বেদনার রাত!
আর দুর্নীতির বিছানায় সুখের প্রভাত।
সেই থেকে আমার দুর্নীতি বানান ভুল হয় না।
দুর্নীতির বালিশে নাক ডেকে ঘুমাই।

7 thoughts on “দুর্নীতির বালিশ

  1. “নীতির” বিছানায় বেদনার রাত!
    আর দুর্নীতির বিছানায় সুখের প্রভাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. যথার্থ মন্তব্যে আলহামদুলিল্লাহ্। অশেষ ভালোবাসা জানবেন প্রিয়।

  2. জীবন এভাবেই যাবে কবি। শুভেচ্ছা জানবেন কবি মোঃ সাহারাজ হোসেন ভাই। :)

  3. অনন্য ধারার কবিতা কবি ভাই। আগে পরের পোস্টে মন্তব্যের উত্তর দিলে খুশি হবো। :)

  4. দুর্নীতির বালিশে কেমন ঘুম হয় জানি না। সর্বময় সুনীতি দুর্নীতি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  5. পর্দাতেও দুর্নীতি চলছে। চলছে দুর্নীতি রাষ্ট্রের প্রতিটি প্রকল্পে। এর যেন শেষ নেই!       

মন্তব্য প্রধান বন্ধ আছে।