তুমি থাকলে

যদি তুমি পাশে থাকো; আমার জীবনে গতকাল কখনোই আসবেনা,
বরং থাকবে আগামীর অপরিসীম সুখ।

যদি তুমি পাশে থাকো; এই জীবনে দুঃস্বপ্নগুলো কখনোই আসবেনা,
বরং স্বপ্নগুলোও দেখবে আলোর মুখ।

যদি তুমি পাশেই থাকো; আমার জীবনে কোনই
অতীত থাকবেনা,
বরং ভালোবাসাও পেতে রবো উন্মুখ।

যদি তুমি পাশে না থেকে দূরে-দূরে থাকো; কিছুই
করতে পারবোনা,
শুধু প্রেমের জানাজাতে খুঁজবো সুখ।

17 thoughts on “তুমি থাকলে

  1. সুপার্ব। কবিতার জন্য অভিনন্দন কবি কাজী জুবেরি মোস্তাক। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. যদি তুমি পাশে না থেকে দূরে-দূরে থাকো; কিছুই
    করতে পারবোনা,
    শুধু প্রেমের জানাজাতে খুঁজবো সুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আপনার আন্তরিক মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম ধন্যবাদ দিদিভাই 

  3. যদি তুমি পাশে না থেকে দূরে-দূরে থাকো; কিছুই
    করতে পারবোনা,
    শুধু প্রেমের জানাজাতে খুঁজবো সুখ।

    কবরেও সুখ নেই! সেখানে আজাব হয়। শ্মশানেও সুখ পাবো না। সেখানে আগুনের খেলা।   

    1. আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত ধন্যবাদ আপনাকে 

মন্তব্য প্রধান বন্ধ আছে।