কবিতাও সন্তান

সংকলিত পদ্য’রা বিভক্তি টানে মনে
জন্মের পর সন্তানও চেনে বিভক্তি
মায়ের মন পোড়ে আগুনে
কবিও পোড়ে; নিভৃতের দহনে নিরুক্ত চয়নে।
কবিতাও তো সন্তান
ঔরসে- জঠরে বেড়ে উঠা প্রাণ!

প্রসবের আগে মাতৃ ক্লিষ্ট জট
কবির আবেগে কবিতার আজন্ম চটপট;
সবি’ই সুপ্ত থাকে- বাগে
যেখানে ফুল জন্ম-জন্মান্তর নিজেকে ফোটায়
একান্ত রাগে- অনুরাগে।

ওখানে শব্দরাই ফুল- শব্দরাই ভ্রমর
শব্দের গহীনেই শৌর্যের উসুল- জীবনের গোমর!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “কবিতাও সন্তান

  1. কবিতাও সন্তান
    ওখানে শব্দরাই ফুল- শব্দরাই ভ্রমর
    শব্দের গহীনেই শৌর্যের উসুল- জীবনের গোমর! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতাও সন্তান। একদম সত্য কথা কবি দাউদুল ইসলাম ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।