শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
প্রথম পর্ব- পূজোর কবিতা-১
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। নদীতীরে দুইধারে সাদা কাশের ফুল শোভা দেয়। পূজো এসে গেল। এসে গেল খুশির রঙে মন রাঙিয়ে নেবার দিন। শারদীয়া দুর্গাপূজা জাতীয় জীবনে সর্বাঙ্গীন। তাই এই উত্সবে আমরা সাজিয়েছি শারদ-অর্ঘ-১৪২৬। এই কবিতা সংকলনে প্রতিদিন একটি করে কবি লক্ষ্মণ ভাণ্ডারীর এক কবিতা প্রকাশিত হবে। আমার এই কবিতাগুলি পাঠক ও কবিমনের কতটা কাব্যপিপাসা মেটাবে তা সঠিক ভাবে বলতে পারি না। তবে চেষ্টা করেছি যথাসম্ভব সেগুলিকে ছন্দে ও ভাষায় হৃদয়গ্রাহী করে তুলতে।
বাংলা কবিতার আসরের জয় হোক, বাঙালির জয় হোক, বাংলার জয় হোক। বাংলার কবিগণের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। কবিতা পাঠ করুন, কবিতা লিখুন
আর চোখ রাখুন, এবারের শারদ অর্ঘ-১৪২৬ আমার এক পূ্জোর কবিতা সমগ্র।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
প্রথম পর্ব- পূজোর কবিতা-১
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
শিউলি ঝরানো শারদ প্রভাতে
পাখিদের কোলাহল,
সুনীল আকাশে সাদা মেঘেদের
আনাগোনা অবিরল।
কাশের বনে ফুল ফুটেছে
পূজো এসে গেল কাছে,
শিউলি ফুলের গন্ধ মেখে
হৃদয় আমার নাচে।
টগর বকুল জুঁই চামেলি
মাধবী মালতী লতা,
আঙিনাতে তুলসীতলায়
সুনীলা অপরাজিতা।
সাদা মেঘের আনাগোনা
সোনালি রোদ ঝরে,
গাছে গাছে পাখিরা ডাকে
পরাণ পাগল করে।
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
অজয়ের চরে সোনারোদ ঝরে
কাশফুল মনোহর।
শারদ আকাশে সাদামেঘ ভাসে
পূজোর আনন্দে মাতি,
মা আনন্দময়ীর শুভ আগমনে
ঢাকী ঢাকে দেয় কাঠি।
কবিতাটি পড়ে আবারও মুগ্ধ হলাম কবি। আপনার সাফল্য কামনা করছি।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
অতূলনীয় পোস্ট কবি ভাণ্ডারী দা।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
শারদীয়া অভিনন্দন রইল।
জয়গুরু!
শারদ আকাশে সাদামেঘ ভাসে
পূজোর আনন্দে মাতি,
মা আনন্দময়ীর শুভ আগমনে
ঢাকী ঢাকে দেয় কাঠি।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
শারদীয়া অভিনন্দন রইল।
জয়গুরু!
বাংলা কবিতার আসরের জয় হোক, বাঙালির জয় হোক, বাংলার জয় হোক।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
শারদীয়া অভিনন্দন রইল।
জয়গুরু!
'কমল কাননে মধু আহরণে ছুটে আসে মধুকর,
অজয়ের চরে সোনারোদ ঝরে কাশফুল মনোহর।'
চমৎকার কবি লক্ষ্মণ ভাণ্ডারী। শুভেচ্ছা।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। শারদীয়া অভিনন্দন রইল।
জয়গুরু!
সুন্দর।
নতুন কবিতা সংকলন-১৪২৬ পূজোর কবিতা ।
প্রতিদিনই পর্বে পর্বে প্রকাশ দেওয়ার আশা রাখি।
আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। ধন্যবাদ জানাই।
শারদীয়া অভিনন্দন রইল।
জয়গুরু!