ভেবেছিলাম,
আমাকে যেতে হবে। আমি চলে যাচ্ছি।
আমি চলে যাবো।
দূর্ভাগ্যবশতঃ
কার উনো প্রেমের আহবানে
এই আমার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন। জানা নেই।
দূর্ভাগ্যবশতঃ,
কখনও কখনও শুরুর আগেই পুরনো কিছু সুখ
নিজের মত করে আগল বুকের দরজা বন্ধ করে।
আমাকে স্পর্শ করে গভীর নগ্ন রাতে, একা একা।
আশ্চর্য রকম ভাবে দূরের দূরত্ব কমে যাচ্ছে,
কাছের দূরত্ব বাড়ছে প্রতিমুহূর্তে।
কুয়াশাচ্ছন্ন একটি অবয়বে একটি প্রজাতির
দিগন্ত ছুঁয়ে দিনমান শুধু খেলা।
যেখানে সবুজ দিগন্ত আকাশ ছুঁয়ে
মিষ্টি বাতাসের আদর মাখে নীরবে নীরবে
সেখানেই শেষ হয়েছে আমার দীর্ঘ ছায়ার পথ।
ভেবেছিলাম,
স্বপ্ন গুলো আমার এখনো স্বপ্ন দেখছে
দিনের শেষে পথের বাঁকে বাঁকে
ঘাস ফুলেদের বুকে চকচকে মিষ্টি রৌদ্রুরে।
চিরস্থায়ী স্বপ্ন দেখছে।
অথচ আমার চলে যাবার কথা ছিলো এই ফাল্গুনে
শেষ প্রহরের আগেই।
দূরে কোথাও,দূর থেকে দূরে, আরও আরও দূরে
সাদা দেয়ালের ঔজ্জ্বল্য হারিয়ে আলোয় ভরা
স্বপ্ন গুলো যেখানে নেই। সেখানে।
দূর্ভাগ্যবশতঃ
কার উনো প্রেমের আহবানে
এই আমার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন। জানা নেই।
দিগন্ত ছুঁয়ে দিনমান শুধু খেলা …
যেখানে সবুজ দিগন্ত আকাশ ছুঁয়ে
মিষ্টি বাতাসের আদর মাখে নীরবে নীরবে
সেখানেই শেষ হয়েছে আমার দীর্ঘ ছায়ার পথ।
অনেক অনেক শ্রদ্ধা জানবেন প্রিয় স্যার
সুন্দর কবিতা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
দারুণ একটা কবিতে পড়তে পেরে কবিকে শুভেচ্ছা জানাচ্ছি।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ শ্রদ্ধেয়