» গাঁও গেরামের ছবি (মোবাইলগ্রাফী-৩৬)

ঘাসের উপর প্রজাপতির ছবি তুলতে গিয়ে, পিঁপড়েদের কবলে পড়েছিলাম। ঠিকমত ক্লিক দিতে পারছিলাম না তাই ঠাঁয় বসে ছিলাম হঠাৎ কুট কুট কামড় টের পেয়ে তাকিয়ে দেখি পা আমার লালে লাল মানে লাল পিঁপড়েরা হেঁটে উপরের দিকে উঠতেছে । কী ছবি তুলবো দৌড়াইয়া পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছিলাম , মারাত্মক জ্বলনি, মাগো মা……. বদ বেটা পিঁপড়া । তোদের একদিন কী আমার একদিন।
—————–
এগুলো ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম থেকে তোলা ছবি। মোবাইল ক্যামেরায় তোলা-স্যামসাং এস নাইন প্লাস। আজকে কিছু্ লিখবো না, কবিতাও না গল্পও না। কারণ এত কষ্ট করে পোস্ট দিয়ে কেউ দেখে না বা অনুপ্রেরণাও দেয় না । তাই এখন থেকে সহজ পোস্ট দেয়ার চেস্টা করবো হিহিহি। মানে ফাকিবাজির পোস্ট।

২্। ধলাই নদীতে, বর্ষার সময়।

৩। ইহা পাতিলেবুর বাচ্চা, গাছ ভর্তি লেবু থাকে সারা বছর। আমার খুব ভালো লাগে এই গাছটি।

৪। ধান লাগানোর কাজে ব্যস্ত আমাদের হিরো কৃষক ভাইয়েরা। আর জলের আয়নায় আকাশ ছবি।

৫। বৃষ্টির পর বেগুনের ফুল……

৬। গাঁযের একটি বৃষ্টির দিন। এবার বৃষ্টিতে অনেক ভিজেছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো কেটেছিলো সময়গুলো।

৭। ধলাই নদীর তীরে

৮। ধানা লাগানোর কাজে ব্যস্ত কৃষকরা

৯। ধলাই নদীর কাছে ছিলাম কয়েকদিন

১০। এই জায়গাটা আমার খুব প্রিয়, সারাদিনই এখানে বসে থাকি শ্বশুর বাড়ি গেলে। মারাত্মক সুন্দর এবং আরামদায়ক জায়গা।

১১। ধলাই নদী

১২। বৃষ্টির দিন

১৩। ধলাই নদী

১৪। বৃষ্টি ভেজা বরবটি ফুল

১৫। একলা পাখি আর মেঘলা আকাশ

১৬। ধান রোয়া মৌসুম আর আকাশ

১৭। ভেজা শিম পাতা

১৮। ভেজা পাতা

10 thoughts on “» গাঁও গেরামের ছবি (মোবাইলগ্রাফী-৩৬)

  1. ইহা একটি অপরূপ ফটোগ্রাফি হইয়াছে ম্যাডাম। দুঃখিত যে আমি যেদিন ব্যস্ত থাকি সেদিন শব্দনীড়ে আপনার পোস্ট আসে। আপনাকে যে যত্ন আত্মি ওয়েলকাম করবো সেটার জো রাখেন না। অভিনন্দন কবি এবং ছবিয়াল এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অসাধারণ মোবাইলগ্রাফী। আপনি কিন্তু দারুণ ছবি তোলেন আপা। আগেও বলেছি। :)

  3. এই আমাদের বাংলা মায়ের ছবি। যে মাটিতে মিশে আছে সমগ্র জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।