শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন দ্বিতীয় পর্ব-পূজোর কবিতা-২

শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
দ্বিতীয় পর্ব- পূজোর কবিতা-২
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

আর কটা দিন ফুরোলেই মহালয়া। ভোরের সেই আলো-আঁধারিতেই রেডিওতে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। সেই চিরচেনা মনমাতানো সুরে বাংলা জুড়ে ছড়িয়ে যাবে উৎসবের আগাম আমেজ আর তার জেরে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যাবে পুজো, মা দুর্গার সঙ্গে সংবৎসরের পূজোর চারটি দিন কাটানোর জন্য জল্পনা-কল্পনা তোড়জোড়। প্রতিবছর এমনটা হয়। এবারও তার ব্যতিক্রম হবে এমন সম্ভাবনা এখনও নেই। কিন্তু এসব ভাবলে দিনের শেষে মনটা ভারী হয়ে ওঠে।

পুজো এলে মনের এই চাপগুলো হালকা হয়ে যায়। মনটা কেমন ফুরফুরে হয়ে ওঠে। তাই না? আর সুখের কথা এই যে, পুজোটা এসে গেল। মাঝে মাত্র আর কটা দিন। তারপরই জমজমাট আনন্দের সেই দিনগুলো যার জন্য বছর বছর আমাদের প্রতীক্ষা।

শরতের তুলো মেঘে ভরা ঝকঝকে নীল আকাশ গ্রামগ্রামান্তের মাঠের ধারে কাশফুলের ঢেউ মাঝেমধ্যে এদিক সেদিক ছিঁচকাঁদুনে বৃষ্টি আর মহানগরীর বুকে আলোর মালা মাইকে আগমনী ভালোমতোই জানান দিচ্ছে—পুজো এসে গেল।

পুজো এসে গেছে। কিন্তু, এই উৎসবের মুখে আর সবই ভালো আর সবই আনন্দময় হয়ে উঠুক দেবীর আগমনে। আর মাত্র কিছু দিনই বাকি, তার পরেই আনন্দের স্রোতে ভাসবে সারা বিশ্ববাসী। আজ থেকেই তাই বাংলার ঘরে ঘরে পূজোর ধূম লেগে গেছে।

শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন
দ্বিতীয় পর্ব- পূজোর কবিতা-২
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

পূজো পূজো আমেজ নিয়ে
শরৎ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।

এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

মা দূর্গা আসছেন ধরায়
একটি বছর পরে,
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক,
গণেশ সঙ্গে করে।

আয়রে সবাই মায়ের তরে বরণডালা সাজাই।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

পূজো পূজো আমেজ নিয়ে
শরৎ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।

এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

সোনালি রোদ এঁকে বেঁকে
আঙিনাতে ঝরে,
দু’হাত তুলে নাচছে খুকু
নতুন ফ্রক পরে।

এবার পূজোয় মেলায় তার
রঙিন চুড়ি চাই।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

পূজো পূজো আমেজ নিয়ে
শরৎ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।

এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

বকুল টগর শিউলি ফুলে
বাগান ভরেছে,
শারদ আকাশে সাদামেঘ
পাল তুলেছে।

মাধবী মালতী, টগর যুঁথী
ফুটেছে আঙিনায়।
এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

পূজো পূজো আমেজ নিয়ে
শরৎ এসেছে,
কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস মেতেছে।

এলো এলো পূজো এলো ভাই
……………………..আয় রে ভাই
………….আয়রে সবাই।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

13 thoughts on “শরতের আগমনী-পূজোর কবিতা সংকলন দ্বিতীয় পর্ব-পূজোর কবিতা-২

  1. আর মাত্র কিছু দিনই বাকি, তার পরেই আনন্দের স্রোতে ভাসবে সারা বিশ্ববাসী। আজ থেকেই তাই বাংলার ঘরে ঘরে পূজোর ধূম লেগে গেছে। :)

    পূজো পূজো আমেজ নিয়ে
    শরৎ এসেছে,
    কাশ ফুলের পরাগ মেঘে
    বাতাস মেতেছে।

    এলো এলো পূজো এলো ভাই
    ……………………..আয় রে ভাই
    ………….আয়রে সবাই।

    অসাধারণ আহবান কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। কৃতজ্ঞতা প্রকাশ করি।
      আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সশ্রদ্ধ অভিনন্দন।
      সাথে থাকুন। অনুপ্রেরণা দিয়ে পাশে রাখুন।
      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু।  প্রীতি ও শুভেচ্ছা জানাই।
      আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু।  প্রীতি ও শুভেচ্ছা জানাই। 
      আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  2. মা আসছে। মায়ের জন্য অপেক্ষা করছি। খুশিতে মন ভরে আছে। দারুণ হৈ চৈ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif  

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।  প্রীতি ও শুভেচ্ছা জানাই। 
      আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু।  প্রীতি ও শুভেচ্ছা জানাই। 
      আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।