শান্তির খোঁজে

শান্তি নেই ধনে মনে
কোথাও নেই শান্তি,
এখানে খুঁজি সেখানে খুঁজি
সবখানেই চলছে অশান্তি।

শান্তি খুঁজি ঘরে বাইরে
কবরস্থানে আর গোরস্থানে,
শান্তি খুঁজি কর্মস্থলে
খুঁজি মন্দিরে শ্মশানে।

কেউ বলে গয়াতে শান্তি
কেউ বলে কাশিতে,
কেউ বলে মথুরায় শান্তি
কেউ বলে গঙ্গানদীতে।

নেই শান্তি কোথাও নেই
ঘুরেছি বনে বনে,
পাইনি শান্তি এই জীবনে
আমার পাপের কারণে।

তবু খঁজি শান্তি আমি
সকাল দুপুর রাতে,
মনে মনে ভাবি আমি
শান্তি নাই মৃত্যুতে।

মৃত্যুর পরে হবে বিচার
হবে পাপের সাজা,
রেহাই নাই রেহাই নাই
হোক সে বড় রাজা।

শান্তি আছে সৎ কর্মে
অসৎ কর্মে অশান্তি,
শান্তি খুঁজে পাই আমি
সৎকাজে হয় শান্তি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “শান্তির খোঁজে

  1. শান্তি আছে সৎ কর্মে, অসৎ কর্মে অশান্তি,
    শান্তি খুঁজে পাই আমি, সৎকাজে হয় শান্তি। এগজাক্টলি। শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

  2. যাক তাহলে শান্তি খোঁজ পাওয়া গেলো কবি নিতাই দা। জীবনে শান্তিই একমাত্র আরাধ্য বিষয়। :)

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

  3. সবার পছন্দ একরকম হবে এই ভাবনা ঠিক নয়। আপনার কবিতার দু'পাশ মনে হচ্ছে খালি হয়ে গেছে। বাম পাশের এ্যালানমেন্টই আমার কাছে সর্বদা ভালো লাগে।
    ওঁম শান্তি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শব্দনীড়ে এপর্যন্ত তিনটি পোস্ট পরীক্ষামূলকভাবে করেছি দাদা। দেখেছি মূল ব্লগে কীরকম html কাজ করে। এরই ধারাবাহিকতায় এই পোস্ট। 

      আর হ্যাঁ,  ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

       

       

      ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

    1. ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে। 

      সকলের জন্য শুভকামনা থাকলো।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।