শান্তি নেই ধনে মনে
কোথাও নেই শান্তি,
এখানে খুঁজি সেখানে খুঁজি
সবখানেই চলছে অশান্তি।
কোথাও নেই শান্তি,
এখানে খুঁজি সেখানে খুঁজি
সবখানেই চলছে অশান্তি।
শান্তি খুঁজি ঘরে বাইরে
কবরস্থানে আর গোরস্থানে,
শান্তি খুঁজি কর্মস্থলে
খুঁজি মন্দিরে শ্মশানে।
কেউ বলে গয়াতে শান্তি
কেউ বলে কাশিতে,
কেউ বলে মথুরায় শান্তি
কেউ বলে গঙ্গানদীতে।
নেই শান্তি কোথাও নেই
ঘুরেছি বনে বনে,
পাইনি শান্তি এই জীবনে
আমার পাপের কারণে।
তবু খঁজি শান্তি আমি
সকাল দুপুর রাতে,
মনে মনে ভাবি আমি
শান্তি নাই মৃত্যুতে।
মৃত্যুর পরে হবে বিচার
হবে পাপের সাজা,
রেহাই নাই রেহাই নাই
হোক সে বড় রাজা।
শান্তি আছে সৎ কর্মে
অসৎ কর্মে অশান্তি,
শান্তি খুঁজে পাই আমি
সৎকাজে হয় শান্তি।
শান্তি আছে সৎ কর্মে, অসৎ কর্মে অশান্তি,
শান্তি খুঁজে পাই আমি, সৎকাজে হয় শান্তি। এগজাক্টলি। শুভ সকাল কবি।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
শেয প্যরাটি সব কথার শেষ কথা

ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
যাক তাহলে শান্তি খোঁজ পাওয়া গেলো কবি নিতাই দা। জীবনে শান্তিই একমাত্র আরাধ্য বিষয়।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
সবার পছন্দ একরকম হবে এই ভাবনা ঠিক নয়। আপনার কবিতার দু'পাশ মনে হচ্ছে খালি হয়ে গেছে। বাম পাশের এ্যালানমেন্টই আমার কাছে সর্বদা ভালো লাগে।
ওঁম শান্তি।
শব্দনীড়ে এপর্যন্ত তিনটি পোস্ট পরীক্ষামূলকভাবে করেছি দাদা। দেখেছি মূল ব্লগে কীরকম html কাজ করে। এরই ধারাবাহিকতায় এই পোস্ট।
আর হ্যাঁ, ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
শান্তির খোঁজে দিন চলে যায়। মনের শান্তিই আসল শান্তি।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
শান্তির জন্য দূরে নয়, কাছেই খুঁজে নিতে হয় দাদা। ঠিকই বলেছেন।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
শান্তি নিজের কাছে। তারপরও আমি শান্তি খুঁজে বেড়াই।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।
শান্তি খুঁজে পাই আমি সৎকাজে হয় শান্তি।
ব্যস্ততা জীবনের ব্যস্ততা সময় পার করছি বলে মন্তব্য এবং ব্লগে বেশি সময় দেওয়া হচ্ছে না বলে দুঃখিত! আমার এই সময়টা সেরে উঠতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। সময় করে আবার আসবো ফিরে এই শব্দনীড়ে।
সকলের জন্য শুভকামনা থাকলো।