পরিবেশ দূষণ

নিঃসীম নীল আকাশ রয়েছে মহাশূন্যে ভাসি।
তারই প্রতিবেশী গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ভেলার মত চলছে ভাসি।
কি আকর্ষনে চলছে, য়ে যার পথে স্রষ্টার অপার দান।
সৃষ্টির তা বুঝাও দায়, দেবে থাক প্রতিদান।
প্রকৃতিকে নষ্ট করছে মানুষ নানা উপায়ে।
নিজের অজান্তেই মারছে কুঠার নিজেরই পায়ে।
আকাশ, বাতাস, মাটি, পানি বিষাক্ত করে তুলছে।
গ্রীন হাউস গ্যাস আজ পৃথিবীর বুকে এসে পড়ছে।
আধুনিকতা সুখ সাচ্ছন্দ ভালো, এতো নয় যে, মৃত্যুর কারন হবে।
গাছ পালা পশু পাখি সব বিলীন হয়ে যাবে।
সময় থাকতে সচেতন হওয়া সবার প্রয়োজন।
সুস্হ পৃথিবী যেনো পেতে পারে,পরবর্তী জেনারেশন।

9 thoughts on “পরিবেশ দূষণ

  1. প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। এটাই গুরুত্বপূর্ণ কথা। আমাদের সর্বোনাশ আমরাই করছি। শুভ সকাল আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুস্থ্য পৃথিবীই বাঁচাতে পারে আমাদের পরবর্তী জেনারেশনকে। পৃথিবী দূষিত না হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ দিদি  চিন্তারই কারন  খাদ্য পানি আলো বাতাস কি  ভাবে বাচবে ওরাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আমরাই পরিবেশের সবচেয়ে বেশী ক্ষতি করি। আমাদের বিবেক কাজ করে না। :(

    1. ধন্যবাদ  ভাইয়া,ঠিক বলেছেন, অভ্যাসে পরিনত হয়ে গেছে  দরকার মানসিক পরিবর্তন   মানবিক হওয়া https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

       

       

  4. প্রকৃতিকে নষ্ট করছে মানুষ নানা উপায়ে,
    নিজের অজান্তেই মারছে কুঠার নিজেরই পায়ে।

    কথা সত্য বলেছেন কবি বোন ছন্দ হিন্দোল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।