হঠাৎ করে মনের মাঝে
মনে হয়, কেউ যেন আছে
কোথাও আমাকে বোঝার।
ইতিউতি ঘুরি আমি,
হাত ধরি এর তার।
ছিঁড়ে ফেলে আমার সেতার
এরা সেই পুরনো আঁধারে
ফিরে যায় যার
যেখানে ছিলো যাবার।
থেমে গিয়ে, থমকে গিয়ে,
অনেকটা ভুল মেনে নিয়ে,
অনেক বোঝা পিঠে বয়ে,
অনেক ক্ষত সয়ে যেয়ে,
অনেক অশ্রু চোখে নিয়ে,
আবার একাকী হাঁটি
একেলা পথ আমার।
ভুলগুলো ভেংচি কেটে
মজাই মজার সঙ সাজিয়ে
পুতুল নাচের খেলায়
সুতো নাচায় বারবার।
ভুলের জীবন কি আর
সহজে সোজা পথে
পথ কেটে নিতে পারে
চাইলেই কখনো আবার?
যেখানে থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা। কবিতার জন্য ধন্যবাদ আপা। শুভ সকাল।
সুন্দর লেখনী। প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
কখনও কখনও মনে হয় আমরাই আমাদের জীবনকে দুর্বোধ্য করে তুলি।
আপনার কবিতা আমার কাছে ভালো লাগে আপা। নিয়মিত লিখুন।
শুভেচ্ছা কবি বোন রোখশানা রফিক। সম্মান।
তবুও অর্জুন ফুটছে
কার্পাস ভাংছে তুমুল
চারপাশ অন্ধকার এতো
ভুল হয় সব ভুল —
ভুলই ধ্রুব – কবি