পাখিহৃদয়

আমি তিন পা এগিয়ে এলাম তোমার দিকে,
চার পায়ে ফিরে দেখছি ছায়ার দিকে
সবুজ আলো বেয়ে যে হাত দিয়ে জন্ম হলো আমার
হাড়ের ভাংচুড়ে নগদে দিয়ে এলাম জমিজিরাত সব ।
এরপরেও আস্থার প্রশ্ন এলে
বলেছি ‘দেবী এথেনা সাক্ষী –
সুরায় যে বানী পাঠ করেছি
বৃক্ষের গায়ে রেখে এসেছি যে জল
এবং যে রেল রাত্রিতে যায় ঝম ঝম করে
তাদের কসম
আমি কাঁদলে আজো পাহাড় গলে জল হয়
আমার চিরদাসী রাক্ষুসী রূপে
আমার বুকে শানিত ছুড়ি নিয়ে এগিয়ে আসে
এবার তুমি বলো হে আগামীর সন্তান-
‘কেন আমার সমুদয় আত্মা পাখির কথা বলে’ !!

(মন্তব্য আজো করা যাচ্ছে না।বিষয়টা সহজ করা উচিত)

16 thoughts on “পাখিহৃদয়

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দি। মোবাইলের ব্রাউজার বদলে দেখতে পারেন।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ রিয়া । ব্রাউজার ,সেট , ল্যাপটপ সব বদলাইয়া দেখলাম  । কিছুতেই কিছু হয় নাই । 

  2. মন্তব্য করতে অসুবিধা হবার কথা নয় আপা। আগের পোস্টে আপনাকে জানিয়েছি। :)

  3. মন্তব্য সম্ভব। শুভেচ্ছা প্রিয় কবি বোন নাজমুন নাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

  4. ভাল লিখেছেন, এইতো মন্তব্য করলাম। I am not a robot এর বাম পাশে একটা টিক চিহ্ন বসিয়ে দেবেন। 

  5. সুন্দর কবিতার উপস্থাপনা।  কাব্যিকতায় মুগ্ধ হলাম।
    প্রিয় কবিকে অভিনন্দন জানাই। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।