অন্য রকম জীবন

সুউচ্চ ভবনগুলো যেনো আকাশ ছুঁতে চায়।
ভুকম্পনের ভী‍তি বাসিন্দাদের মনে খানিকটা বাড়ায়।
পাছ গাছড়া উবে গেছে যেনো কন্ক্রিটের স্তুপ।
কাজের চাপে যান্ত্রিক জীবনে নেই কোন ফুরসত।
রাস্তা ঘাটে জ্যাম লেগে যায়, বড়ই গ্যান্জাম।
ট্রাফিক পুলিশ হিমশিম খায় দিতে গিয়ে আনজাম।
রাস্তা পারাপারে বড়ই তাড়া কে কার আগে যাবে।
অসহিষ্নু মন কা‍জ করে সড়ক দুর্ঘটনাতে।
ওভার ব্রিজগুলো দঘলে থাকে দিনে হকারের।
ওগু‍লো থাকে স্বর্গরাজ্য রাতে নেশাখোরের।
রাতের আলোয় মলগুলো সব ভেগাসের এর রূপ নেয়।
ক্রেতাহীন মলগু‍লো সব একান্ত অসহায়।
চলন্ত সিড়িগু‍লো চলতে থাতে বৃথাই।
প্রয়োজনের চেয়ে উৎসাহী লিফ্টে চড়ে শুধুই।
ফাস্ট ফুডের দোকানগুলোয় ভিড় জমে রাতে।
ড্রিং‍কসের ব্যবসাটা জমে সেই সাথে।
আড্ডা জমে রেস্তোরাতে, আড্ডা জমে ক্লাবে।
চ্যানেল গু‍লো চলতে থাকে রাউন্ড দ্য ক্লকে।
ওত পেতে থাকে হাইজাকার রা বিভিন্ন পয়েন্টে।
কেড়ে নেয় সব কিছু গান পয়েন্টে।
লেট নাইটে ফেরে তারা যে যার বাড়িতে।
জীবন এখন অন্যরকম, গড়া, অন্য রকম ধাতে।

14 thoughts on “অন্য রকম জীবন

    1. ধন্যবাদ ভাইয়া   জীবনের সঙ্গা মনে হয় জটিল    চার পুরুষ( যেমন  দাদা বাবা  আমি নাতি )  এক ধারা  বজায় থাকেনা বা অসম্ভব তাই অন্যরকম। শুভকামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. সুন্দর বাস্তবের মুখোমুখি চ্যালেঞ্জ করার মতো লেখা।
    কবিকে অভিনন্দন জানাই। শুভেচ্ছা রইল।
    জয়গুরু!

    1. ধন্যবাদ দাদা, বাস্তবতা  আর  ব্যস্ততা জীবনধারা বদলে গেছে মনে হয়

      শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ধন্যবাদ দাদা , বাস্তবতা  আর ব্যস্ততায় জীবনধারা  অন্যরকম ….. 

    শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ঠিক বলেছো  আগের ব্যাচর সাথে মিলেনা পরের অবস্হা কোন দিকে যাবে…..শুভকামনা আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।