বোঝাপড়া

টুপ্টাপ ঝরে পড়লেই
তাকে কি বৃষ্টি বলে?
হতেও পারে সে অশ্রুজল,
আমার হৃদয়ে গোপনে জমানো
সজল কিছু দুঃখ বীজের ফসল।

নদী বললেই স্রোতস্বিনী বোঝ?
হতেও পারে সে জীবন-মরণে
বয়ে চলা পাহাড়ি বানের ঢল।
কিংবা শীর্ণ শীতের মরা স্রোতে
পলি পড়া আবেগের কোলাহল।

নীড় বললেই দু’টি পাখি হয়?
হতে পারে তা ঝড়ে ডানা ভাঙ্গা
পক্ষীছানার শেষ আশ্রয় স্থল।
কিংবা ভুলে যাওয়া স্মৃতির বাসা
বেঁচে থাকার হাতছানি সম্বল।

“তুমি” বললেই কি তুমি বোঝ?
জানে শুধু আমার চোখের তীরে
ভেড়া স্বপ্নতরীর মেঘমল্লার দল।

7 thoughts on “বোঝাপড়া

  1. “তুমি” বললেই কি তুমি বোঝ?
    জানে শুধু আমার চোখের তীরে
    ভেড়া স্বপ্নতরীর মেঘমল্লার দল।

    সুন্দর একটি কবিতা উপহার। অভিনন্দন কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. ভালো লিখেছেন কবিবোন রোখশানা রফিক। পাঠক মন্তব্যের উত্তর আসছেনা কিন্তু।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. হতেও পারে সে অশ্রুজল,
    আমার হৃদয়ে গোপনে জমানো
    সজল কিছু দুঃখ বীজের ফসল।
    অসাধারণ উপস্থাপনা। ভালো লাগলো। মুগ্ধ হলাম।
    শুভ
    মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।