আমার যৌবন উবে যায় বার্ধক্যের মলাট পরে
বৃক্ষশোভা নগরে-কৃষকের ঘুমে
বিচ্ছিন্ন সকল চোখ ঝুলে আছে
রোদ গলা বায়ুবাষ্প কফিশপে
সেসব ভেতরে তারা-
চুমুক আঁকে যিশুর কফিনের মতো;
দ্যোতনা মৃত্যু শেকড় কাটে, আমি দিনক্ষণ ঝরে যাই-
6 thoughts on “শেকড়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ কবিতা কবি টিপু সুলতান ভাই। শুভ সকাল।
চমৎকার কবি ভাই।
অপূর্ব। ভালোবাসা কবি টিপু সুলতান ভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর।
পরিচ্ছন্ন কবিতায় অভিনন্দন মি. টিপু সুলতান।