সাধনা

সত্য কথা যতই হোক শিকারীর বান।
অকাট্য যুক্তি যতই অপ্রিয় হোক জ্বলবে অনির্বান।
ধুলি ধুসরিত মণি মানিক্য সাগরের নোনা জলে।
অাহরিত হয় যৎকিঞ্চিত সাধনার জালে।
সাধনার ধন কুক্ষিত নয় বিলাবে আজলা ভরি।
হর্ষ ধ্বনি তুলবে সবাই তোমায় স্মরণ করি।

12 thoughts on “সাধনা

  1. ধুলি ধূসরিত মণি মানিক্য সাগরের নোনা জলে।
    আহরিত হয় যৎকিঞ্চিৎ সাধনার জালে।

    সকালটা সুন্দর হয়ে গেলো আপনার লিখাটি পড়ে। অভিনন্দন শ্রদ্ধেয় আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ ভাইয়া শুধরে দেওয়ার জন্য শুকরিয়া শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সাধনার ধন কুক্ষিত নয় বিলাবে আঁজলা ভরি।
    হর্ষ ধ্বনি তুলবে সবাই তোমায় স্মরণ করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ সাজিয়া ভালো লাগলো আমারও শুভকামনা রইল আপু https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।