তুমি একটা পেটুক,
মস্ত একটা রাক্ষস!
তুমি একটা কালো ভূত,
আস্ত একটা মোটু!
বলব নাকো কথা,শুরু হলো আঁড়ি
নাকের নোলক চাই,সাথে নীল শাঁড়ি।
তুমি চাইলে আকাশ দেবো
আকাশ ভরা তারা,স্বর্ণ নীল আলোকছটা,
নিবে কি তুমি___?
তবে দু কদম এগিয়ে এসো-
জোছনা দেখার ইচ্ছে হলে চাঁদকে তোমার
ঘরের জানলা বানিয়ে দেবো।
আর কিছু দিই বা না দিই–
হৃদয় ভরে ভালোবাসা দেবো।
তুমি একটা মিথ্যুক,
কথার ছলে রঙিন ফানুস!
তুমি একটা স্বার্থপর,
চোখের জলে হৃদয় কিনো!
তোমায় দেখার ইচ্ছে হলে আকাশ দেখবো
কাজল জলে চোখ ভাসিয়ে স্বপ্ন ভাসাবো।
তুমি চাইলে মাতাল হবো
চুলের গন্ধ মেখে পাগল হবো
প্রেমের দায়ে দেউলিয়া হবো।
দেখবে কি তুমি___?
তবে হাত বাড়িয়ে আঙুল ধরো–
পা বাড়িয়ে দূরের কোনো পথে
ছন্নছাড়া উন্মাদনায় লাজের বাঁধন খুলে
দুজন দুজনের কাছে আসবো।
তুমি একটা মিথ্যে কবি
কথার সুরে হৃদয় বাঁধো!
তুমি একটা মায়ার ছবি
তোমার ভুলে ভুল সবই !
হঠাৎ করেই তোমার থেকে হারিয়ে যাবো-ফিরবো না
মনের ভুলে চাইলে তোমায় আমায় ফিরিয়ে দিও না।
তোমায় নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল
তোমার মাঝে আমার অনেক কথা ছিল
তোমাকে আমার অনেক কিছুই বলার ছিল।
এ জন্মে তা আর পূর্ণ হলো না।
আর কিছু হই বা না হই–
তোমার চোখের কাজল হবো,পায়ে পায়েল হবো।
বৃষ্টি সুরে সুরে গান শোনাবো।
আর কিছু হই বা না হই–
তোমার কানের দুল হবো,খোঁপায় গাঁথা বেলি হবো।
বাদল দিনের কদম হবো।
আর কিছু হই বা না হই–
তোমার ঘরের আয়না হবো,অপলকে তোমায় দেখবো।
চোখের তারায় আকাশ আঁকবো।
আর কিছু হই বা না হই–
তোমার নাকের নোলক হবো,শ্বাসপ্রশ্বাসে ছোঁয়া পাবো।
এ জন্মের দূরত্বটা এক নিমিষেই ভুলে যাবো।
তোমায় নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল
এ জন্মে তা আর পূর্ণ হলো না।
২৯/০৯/১৯
সুন্দর কবিতা। তবে আশাহত না হবার পরামর্শ রাথলাম কবি পথিক সুজন। শুভ সকাল।
জ্বী শ্রদ্ধেয় স্যার। শুভেচ্ছা জানবেন
প্রাপ্তি আর অপ্রাপ্তিকে সুন্দর তুলে এনেছেন কবি সুজন ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়
সুন্দর একটি রোম্যান্টিক কবিতা।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
সব হবে অধৈর্য্য হবেন না। ভালোবাসাময় ভালোবাসা কবি পথিক সুজন ভাই।
কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন প্রিয় কবি
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
আপনিও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন
শুভেচ্ছা রইলো কবি।
শুভেচ্ছা গ্রহণ করলাম। ধন্যবাদ জানবেন