ফিরে পাওয়া যায় না

কে পেয়েছে ফিরে কবে
হারিয়ে যাওয়া বয়স?
যৌবন তো ভাই পেরিয়ে যায়
পেতে মধুর পরশ।

সারাজীবন পার হয়ে যায়
যোগাতে সম্মান,
এক মুহুর্তের ছোট্ট ভুলে
সেও নেয় প্রস্থান।

কে পেয়েছে ফিরে কবে
পেরিয়ে যাওয়া সময়?
তড়িৎ এসির এই মানুষই
বাস করেছে গুহায়।

জীবনযাপন ভীষণ সহজ
চাইলেই যায় পাওয়া,
চাইলে কি আর পাওয়া যাবে
দূষণ মুক্ত হাওয়া?

কে নিয়েছে টেনে কবে
ছেড়ে দেওয়া শ্বাস?
লাগেনি তো জোড়া কভু
ভাঙলে এই বিশ্বাস!

10 thoughts on “ফিরে পাওয়া যায় না

  1. কে পেয়েছে ফিরে কবে হারিয়ে যাওয়া বয়স?
    যৌবন তো ভাই পেরিয়ে যায় পেতে মধুর পরশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আন্তরিক ধন্যবাদ আর অফুরান ভালোবাসা জানবেন। 

  2. সর্বৈব সত্য বলেছেন কবি। শুভেচ্ছা রাখলাম আপনার কবিতায়। 

    1. আন্তরিক ধন্যবাদ আর অফুরান ভালোবাসা জানবেন। 

  3. মুহুর্তে মুহুর্তে যা চলে যায় তা কখনই আর ফিরে পাবো না। :(

    1. যা গিয়েছে হারিয়ে, তা গিয়েছে ফুরিয়ে।

      ধন্যবাদ।

    1. আন্তরিক ধন্যবাদ।

      অফুরান ভালোবাসা জানবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।