কেনো পিরীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি –
কেমনে রাখিব তোর মন
আমার আপন করে বাদীরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাগল আবদুল করিম কয় হলো একি ব্যাধি –
আসলেই তো এই ভালোবাসা একটা ব্যাধি। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন ব্যাধির চাইতে আধি বড়। ভালোবাসা হলো সেই আধি। দুমড়ে মুচড়ে আছরে দিয়ে যায়। মন এক পাললিক মাটি। সে মাটিতে যে কত অপরিমেয় বিষাদ আছড়ে আছড়ে পড়ে। শাহ আবদুল করিম বাউল সাধক। মনের ভেতর যে ব্যাকুলতা, যে বেদনা, সেই ব্যাকুলতাকে, বেদনাকে তিনি সুরে সুরে ছড়িয়ে দেন বাতাসে বাতাসে।
যে ভালোবাসা ছিলো না সে নাই থাকতো। কেন আমাকে ভাসিয়ে দিলো। ভুলিয়ে দিলো। এখন যে সে চলে গেলো এই যাতনা আমি কি করে সহ্য করি।
প্রেমিক তো দিশেহারা। সে বুঝতেও পারে না কি করে তার প্রেমিককে খুশী রাখবে। কি হলে সে তার কাছে ফিরে ফিরে আসবে ? সুরে সুরে সেই বিষাদ, আক্ষেপ তিনি কোটি হৃদয়ে ছড়িয়ে দিলেন –
মরন জ্বালা সইতে নারি
দিবা নিশা কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কারে কি বলিব আমি
নিজে অপরাধী —
এই যে ছেড়ে যাওয়া সে মরনের চাইতে কম কিছু নয়। তবু তাকে বেঁধে রাখার শক্তি তাঁর ছিলো না। কিন্তু এর জন্য কাউকে দোষ দেবারও অবকাশ নেই। আজ সব অপরাধের দায় ভার তিনি নিজেই নিজের কাঁধে নিচ্ছেন। হারাবার এই বেদনা মর্মে মর্মে নিজেকেই অনুভব করতে হয়।
অসাধারণ এক বিচ্ছেদের গান কেন পিরীতি বাড়াইলারে বন্ধু,
এই গানের কথা/লিরিকসের পরতে পরতে যদি বেদনা থাকে সুরে তার কয়েক গুন বেদনা ছড়িয়ে দেয়া হয়েছে। সুরে সুরে আকাশে বাতাসে জমিনে ছড়িয়ে পড়ে বেদনা, বিষাদ অথচ কি এক আশ্চর্য সুন্দর হৃদয় হরণকারী গান। আহা কেন পিরীতে বাড়াইলারে বন্ধু – ছাইড়া যাইবা যদি —
রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন ব্যাধির চাইতে আধি বড়। ভালোবাসা হলো সেই আধি।
ধন্যবাদ ।ভালো থাকবেন ।
শাহ আবদুল করিম বাউল সাধককে অন্তর থেকে শ্রদ্ধা জানাই।
ধন্যবাদ তুবা । আমিও তোমার সাথে শ্রদ্ধা জানাই । ভালোবাসা জেনো ।
কেন পিরীতে বাড়াইলারে বন্ধু; ছাইড়া যাইবা যদি। সুরের সাথে শুনলে মন বিষণ্ন হয়ে যায়। শেয়ার করার জন্য ধন্যবাদ আপা।
ধন্যবাদ আপনাকেও মুরুব্বী । ভালো থাকবেন ।
পাঠে মুগ্ধ হলাম আপা। সালাম।
জেনো খুব ভালো লাগলো সাজিয়া । ভালো থাকবেন খুব । ভালোবাসা আপনার জন্য ।
youtu.be/YiZmdr3GdTI
অবিস্মরণীয় গীতিকাব্য।
সেই । ভালো থাকবেন সুমন আহমেদ । শুভকামনা জানবেন ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।
তোমাকেও শুভেচ্ছা রিয়া । ভালোবাসা জেনো ।
অসাধারণ কবিবোন নাজমুন নাহার।
ধন্যবাদ সৌমিত্র । ভালো থাকবেন ।