নাবিকের চোখ খুঁজে ফেরে শুধু
সুদূরের শুকতারাটিরে
এই ছুঁয়ে থাকা
ভেসে যায় যাক্
আরো দূর বহুদূরে।
প্রবাল পাথর ঝাপটানি দেয়
ঢেউভাঙ্গা রুক্ষ পাহাড়ে,
সাগর সেতো অতলান্তিক
যেন ধরনী ঢাকা চাদরে।
7 thoughts on “সুদূরের শুকতারা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নাবিকের চোখ খুঁজে ফেরে শুধু
সুদূরের শুকতারাটিরে
এই ছুঁয়ে থাকা
ভেসে যায় যাক্
আরো দূর বহুদূরে।
প্রবাল পাথর ঝাপটানি দেয়
ঢেউভাঙ্গা রুক্ষ পাহাড়ে,
সাগর সেতো অতলান্তিক
যেন ধরনী ঢাকা চাদরে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর লিখেছেন কবি রোখশানা রফিক। শুভেচ্ছা জানবেন।
শুভেচ্ছা কবি আপা। নিজের পোস্ট সহ অন্যদের পোস্টে মন্তব্য দিলে আমাদের ভালো লাগবে।
অভিনন্দন কবি আপা।
ভালোবাসাময় ভালোবাসা কবি বোন।
শুভেচ্ছা আপা।
* শুভ কামনা সবসময়….