তবুও সে আসে ধীরে…
বর্ণমালা থেকে শব্দের জন্মদিন পালন করতে আসে
শব্দাবলী থেকে বাক্যের শ্রাদ্ধ পালন করতে আসে…
তবুও সে আসে
তবুও মর্ত্যের ছায়া শরীরের মতো এখনও ভালোবাসে!
আমিও কাকের মতো মহান কবি
আমিও মন গলে গলে মহাশয়
আমারও আছে ভালোবাসা বিক্রি করার মতো কিছু
বিষয় আশয়!
তবুও বিপন্ন প্রজাতির কিছু ভাবনাদের উৎপাত বেড়ে গেছে
ওরা সবাই আমার মতো কাক কবি হতে চায়
ঘর থেকে বালুচর
আপন থেকে পর!
আমিও নৈঋত ভেবে বিশ্বাসের উঁচু ডালে মাঁচা বানাই
সেও আসে ধীরে
আমিও বান্দা নাছোড়
তাকে খুঁজে খুঁজে হয়রান হাজারো জনতার ভীড়ে…!!
অসামান্য অনুভব ফুটে উঠেছে কবিতাটিতে। অভিনন্দন কবি জসীম উদ্দীন মুহম্মদ।
আমিও নৈঋত ভেবে বিশ্বাসের উঁচু ডালে মাঁচা বানাই
সেও আসে ধীরে।
চমৎকার বার্তাময় এবং আত্মবিশ্বাসী কবিতা।
সুন্দর প্রকাশ। শুভেচ্ছা…
বিপন্ন প্রজাতির কিছু ভাবনাদের উৎপাত বেড়ে গেছে। হুম। বিপন্ন সময়।
আলগোছে রেখে যাই সংঘাত, রাষ্ট্রের সকল অসভ্যতা ও সন্ত্রাস।
* শুভ কামনা প্রিয় কবি বন্ধু….