আমার জ্যোৎস্না বেলা শেষ।
বুকে অমাবস্যা পোষা আছে।
প্রস্তুত আমি, তরোয়াল নিয়ে এসো।
বেদনাকে কোরো তরোয়ালের ধার।
শ্মশানের মাঝামাঝি আমি
তোমার জন্য অপেক্ষায় আছি।
আমার চোখ, আমার আকাশ,
সর্বস্ব নিয়ে অপেক্ষা করছি।
হাতে খোলা তরোয়াল নিয়ে এসো
বেদনাকে কোরো সে তরোয়ালের ধার।
দৃপ্ত ভঙ্গীমার একটি লেখা কবি রিয়া রিয়া চক্রবর্তী।
অনুপ্রাণিত হলাম কবি সুমন দা।
শুভকামনা কবি বন্ধু রিয়া রিয়া।
ধন্যবাদ প্রিয় বন্ধু।
সাহসী কবিতা কবি দিদি।
ধন্যবাদ দিদি ভাই।
* ঋজু লেখা, কিন্তু বেশ পরিচ্ছন্ন।
শুভ কামনা সুপ্রিয় কবি দি…..
শুভকামনা প্রিয় কবি দা।
সম্মান শ্রদ্ধেয় কবি দি।
আপনাকেও অভিনন্দন সম্মান প্রিয় কবি দি।
একদিন-না-একদিন এভাবে থাকতেই হবে৷ আমি আছি শ্মশানের কাছাকাছি।
আমরা তো সবাই আছি কবি দা।
দেবীর মত লাগছে দিদি
এত কষ্ট মানতেও কষ্ট হয়
জয়ীশক্তি প্ররণা দিক শুভকামনা
আনন্দিত হলাম প্রিয় কবি দি।
ভালো লেগেছে দিদি ।
শুভকামনা রইলো