যাওয়া আসা

আমার জ্যোৎস্না বেলা শেষ।
বুকে অমাবস্যা পোষা আছে।
প্রস্তুত আমি, তরোয়াল নিয়ে এসো।
বেদনাকে কোরো তরোয়ালের ধার।

শ্মশানের মাঝামাঝি আমি
তোমার জন্য অপেক্ষায় আছি।
আমার চোখ, আমার আকাশ,
সর্বস্ব নিয়ে অপেক্ষা করছি।

হাতে খোলা তরোয়াল নিয়ে এসো
বেদনাকে কোরো সে তরোয়ালের ধার।

15 thoughts on “যাওয়া আসা

  1. দৃপ্ত ভঙ্গীমার একটি লেখা কবি রিয়া রিয়া চক্রবর্তী। :)

  2. * ঋজু লেখা, কিন্তু বেশ পরিচ্ছন্ন।

    শুভ কামনা সুপ্রিয় কবি দি….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. শ্মশানের মাঝামাঝি আমি
    তোমার জন্য অপেক্ষায় আছি।
    আমার চোখ, আমার আকাশ,
    সর্বস্ব নিয়ে অপেক্ষা করছি।

    একদিন-না-একদিন এভাবে থাকতেই হবে৷ আমি আছি শ্মশানের কাছাকাছি।      

  4. দেবীর মত লাগছে দিদি

    এত কষ্ট  মানতেও কষ্ট  হয়

     জয়ীশক্তি  প্ররণা দিক শুভকামনা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।