আমার বুকের ভেতর কিছু অদম্য শব্দ ঘুরে ফিরে নৃত্য করে অবিরত
ঘর বসতির জন্য নিরাপদ আস্তানা খুঁজে বেড়ায় প্রতিনিয়ত
আমার অবহেলা আছে হয়তো তাদের প্রতি
কিংবা অর্বাচীন মনে করে উদাসীন হই; ভাবি নিয়ে রীতি-নীতি।
জ্যোৎস্নার আলোয় মুখখানি আলোকিত হয়েছিলো কি না জানিনে
শ্বেতরাঙা কাশফুলে পুলক অনুভব করেছি হৃদয় গহীনে
শিশিরস্নাত শীতের সকালে পথ হেটেছি বহুদূর
দিগন্ত ছায়ায় মেলেছি দুটি হাত শূন্যের ওপর।
জলরঙে ছবি এঁকেছি পাথারের ওপারে কোন নির্জন দ্বীপে
যেখানে বসতি রচেনি কেউ, জলছবির রঙে রাঙাতে নিজেকে
ধূসর স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে নিয়ে যাও আমায়; নব অরুণ আলোতে
আমিও বৃক্ষ হবো! লোকালয়ে বসতি হবে কিরণময় জ্যোতিতে।
অদম্য শব্দেরা ধূসর হয়নি, অম্লান আজো বাসর রচিতে
ক্ষীণকায় মনোমন্দিরে আমি পারিনি তাদের রৌদ্রস্নানে স্থান করে দিতে
ক্ষমো, তব যাচিত শব্দ অযাচিতের প্রসব বেদনায়
হয়তো কোন এক নব অরোণাদয়ে দেখবে নিজেদের এই বসুন্ধরায়।
পরিচ্ছন্ন একটি কবিতা ভাই। সালাম।
* প্রিয় কবি, ধন্যবাদ অশেষ।
ভালো থাকবেন সবসময়।
ক্ষমো, তব যাচিত শব্দ অযাচিতের প্রসব বেদনায়
হয়তো কোন এক নব অরোণাদয়ে দেখবে নিজেদের এই বসুন্ধরায়।
ভালোবাসা কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন ভাই।
* প্রিয় কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
অভিনন্দন প্রিয় কবি। এই কবিতা সমূহ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিলো কি?
হওয়া উচিৎ।
* জী না, এটি আজই প্রকাশের কিছুক্ষণ পূর্বে রচিত….
সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ।
শুভরাত্রি।
প্রতীক্ষার অবসান হোক কবি হুসাইন ভাই। সালাম।
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়….
শুভেচ্ছ প্রিয় কবি দা।
* সুপ্রিয় কবিদি, ভালো থাকুন সবসময়…..
ওয়াও সুন্দর একটি কবিতা পাঠেআনন্দিত কবি শুভকামনা রইল
* ধন্যবাদ প্রিয় কবি….
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি….
অনেক শুভেচ্ছা……
* জী, ধন্যবাদ….