অকবিতা ৩

সকল বিভ্রমই প্রেম নয়-
যার দশদিকে দশপথ খোলা
সে যায় না কোথাও, তার হয়না যাওয়া।

রাজার বাড়িতে উৎসব
যুবরাজ সব করে রব
রবে রবে নগর পুড়ে, দেবালয় ভস্ম হয়
পোড়া লাশের ঘ্রাণ- আহা মানব কাবাব, আহা মৌতাত, আহা নেশা,
যার দশদিকে দশপথ খোলা
তার যাওয়া নেই, আসা নেই, শুধু বসে বসে দেখা।

রাজমাতা গাঢ় অশ্রুবতী
মমতাময়ী বিশল্যকরণী
স্পর্শে মুছে দেন ফোস্কা, দগদগে ঘা, পোড়া দাগ
স্বজন হারানোর গভীরত্ম ব্যাথা- আহা আহাজারি, আহা কান্না,
আহা মাঝরাতে গুমড়ে ওঠা দীর্ঘশ্বাস-
যার দশদিকে দশপথ খোলা
তার পোড়ানো আত্মা, ভস্মীভূত দেহ, চোখ দু’টো খোলা।

উৎসবে ক্লান্তি নেমে এলে
ঘুমপাড়ানি মাসিপিসি এসে
সোনার খাটে বসে ছুলছুতো গপ্পো শোনায়
ফের জেগে ওঠার সংকল্পে যুবরাজ ঘুমোয়- আহা মহারাণীর আঁচল তল,
আহা মায়ের ওম, আহা অব্যর্থ রক্ষা কবজ, আহা জয়ো হে.. জয়ো হে.. জয়ো জয়ো হে…
যার দশদিকে দশপথ খোলা
সব পথ ছুঁয়ে যায় তাকে, সে স্থির, মৌনতায় অনুভূতিহীন।

সকল বিভ্রমই প্রেম নয়-
মহারাণী ও যুবরাজ জানে
সকলেই সকলের প্রতিপক্ষ
রাজাখেলা শেষে সবাই হন্তারক,
যার দশদিকে দশপথ খোলা
সে যায় না কোথাও, মহারাণী, তার দিকে ধেয়ে আসে সব, শবের স্রোত।

#অকবিতা

20 thoughts on “অকবিতা ৩

  1. সকাল সকাল মনটা পূর্ণ হয়ে গেলো কবিতায়। অভিনন্দন হরবোলা ভাই। 

  2. সত্যি এক অসাধারণ কবিতা। কিন্তু এমন চমৎকার এক কবিতার শিরোনাম 'অকবিতা' হলো কেন?   

  3. ভালোবাসা ভালোবাসা কবি আপনার অকবিতার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. সকলেই সকলের প্রতিপক্ষ
    রাজাখেলা শেষে সবাই হন্তারক,

     

    * অস্বীকারের অবকাশ নেই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।