অনেকদিনই হলো ছড়াতে ছড়াতে সুতো
শুরু নেই, শেষ নেই,
নিরালম্ব শূন্যে কবন্ধ ধড় ছটপট করে।
এখন মাঝেমধ্যে নিম্নচাপের
ঝমঝম বৃষ্টি নামে অরন্যপ্রান্তের টিনের চালায়,
ভয়ার্ত শজারু ইতিউতি দেখে
বেরিয়ে আসে একান্ত গোপণ
বাসার কোল ছেড়ে,
বৃষ্টির আওয়াজ, শজারুকাঁটার আওয়াজ
মিলেমিশে ঝমঝম ঝমঝম…
অপার্থিব আলো গাছের ভিজে যাওয়া
পাতা বেয়ে নেমে আসে মাটির গায়ে।
পৃথিবী রূপকথা হলেই
ঘন্টা বেজে ওঠে ঢং ঢং…
একটা পূর্ণাঙ্গ জীবনের মানে কি জানো .. হে মান্যবর !!
জীবন জীবিতাবস্থায় যেখানে বিকোয় স্মৃতি সুখের পাণ্ডুলিপি।
ভালোবাসা প্রিয় জন প্রিয় ভাই।
চমৎকার কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভেচ্ছা কবি সুমন ভাই।
সুন্দর কবিতা কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
আর বেশি বাকি নেই, কবি দাদা।
একজাক্টলি কবি নিতাই বাবু।
অসাধারণ অভিঘাতে কবিতাটা অনন্য উচ্চতা পেয়েছে!
খুশি হলাম আপনাকে দেখে ডেজারট ভাই।
অপার্থিব আলো গাছের ভিজে যাওয়া
পাতা বেয়ে নেমে আসে মাটির গায়ে।
* অসাধারণ ….
ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই।
সুন্দর কবিতা কবি সৌমিত্র দা।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
ছোট্ কালে শজারু হাটার শব্দ শুনেছি লাম অনেক দিন পর সেই শব্দ টা মনে হয় কানে বজলো কবিতা দারুণ হয়েছে কবিদা
আনন্দিত হলাম প্রিয় শ্রদ্ধেয়া।
ভীষণ ভালো লাগলো দাদাভাই