নির্ঝর তার বিগলিত অশ্রুতে নির্ভার হয়ে যায় নিমিষে
স্রোতস্বিনী দুকূল ভাসিয়ে নিয়ে চলে রিক্ততার চিহ্ন মুছে দিতে
নীলাম্বরী কালো মেঘে জমে থাকা কষ্টগুলো ছুড়ে ফেলে দেয় ভূমিতে
শ্যামলিমা বেঁচে থাকে সে কষ্টগুলো বুকে নিয়ে বসুন্ধরার দহন সহিতে।
সন্ধ্যার আলো-আঁধারে নিঃসঙ্গতার প্রতীকরূপে আমি দেখিনি হুতোম প্যাঁচার শৈশব
দেখিছি তার নির্ভার জীবনে বিমুগ্ধ স্বাধীনতার অবারিত এক উৎসব,
সুদর্শণ বেরিয়ছে পথে আনন্দ কোলাহলে সন্ন্যাসী হয়ে ছুটে চলে মুক্ত আকাশে
আমিতো দেখিনি তারে সঙ্গীর পাছে পাছে মিথ্যে স্বপ্নের উনুনে দগ্ধ হতে।
পাথার ছুটে চলে সীমাহীন দিগন্ত পাড়ি দিয়ে গন্তব্য অশেষ
ছুটে চলে বল্গা হরিণ, মায়া হরিণীর সঙ্গ ছেড়ে; দেখিনিতো কোন ক্লান্তি ক্লেশ
ধুমকেতু ছুটে আসে সঙ্গীর দহনজ্বালা থেকে মুক্তি পেতে; হয়তো হয়ে যায় নিঃশেষ
বিরামহীন জীবনে ছুটে চলার আনন্দে বিহঙ্গ হবো সর্বশেষ।
কোন এক রাতের আঁধারে বেরিয়ে এসো বিহঙ্গ হতে মুক্ত আকাশে
আমারে খুঁজে পাবে তুমি বৈশাখের ঝড়ো হাওয়ায় একখন্ড ছেঁড়ার পাতার মাঝে
উত্তর থেকে দক্ষিণে কিংবা ঘূর্ণিহাওয়ার তালে মুক্ত আকাশে গান রচে যাই স্বাধীন আবেশে
কোথাও উড়ে যেতে বারণ নেই; বেরিয়ে আসতে পার যদি মায়ার বাঁধন ছেড়ে সন্ন্যাসী বেশে।
বিরতির আগের কথা তেমন মনে নেই। তবে আজকাল যে কবিতা গুলোন দেখছি বা পড়ছি, আমার কাছে খুব বেশী পরিচ্ছন্ন আর শক্তিশালী বিন্যাস মনে হচ্ছে কবি দা।
* প্রিয় কবি দি, কৃতজ্ঞতা অশেষ….
আপনাদের অনুপ্রেরণা এবং আশির্বাদ নিরন্তর কাম্য।
শুভরাত্রি।
ছুটে চলে বল্গা হরিণ, মায়া হরিণীর সঙ্গ ছেড়ে; দেখিনিতো কোন ক্লান্তি ক্লেশ
ধুমকেতু ছুটে আসে সঙ্গীর দহনজ্বালা থেকে মুক্তি পেতে; হয়তো হয়ে যায় নিঃশেষ।
মুগ্ধতায় ভালোবাসাময় ভালোবাসা কবি হুসাইন ভাই।
* প্রিয় কবি দা, কৃতজ্ঞতা অশেষ…..
শুভরাত্রি।
নীলাম্বরী কালো মেঘে জমে থাকা কষ্টগুলো। চমৎকার উপমা কবি ভাই।
* প্রিয় কবি, ধন্যবাদ অশেষ…
চলুক কবিতার মিছিল। এই সব কবিতা শব্দনীড়ের আর্কাইভ সমৃদ্ধ করে তুলুক।
* কৃতজ্ঞ, সুপ্রিয় প্রেরণাদাতা মরুব্বী….
আপনাদের অনুপ্রেরণায় ধন্য। শুভরাত্রি।
সঙ্গীহীন বিহঙ্গ সুখ এককথায় হয়তো পূর্ণ নয়, আপনাতে পূর্ণতা দেখতে চাই দিলওয়ার হুসাইন ভাই। কবিতার জন্য অভিনন্দন।
* ধন্যবাদ প্রিয় কবি…
খুব সুন্দর কবিতা।
* প্রিয় কবি, ধন্যবাদ অশেষ…
পরিছন্ন একটি কবিতা পড়লাম কবি শুভকামনা নিরবধি
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি….
"কোথাও উড়ে যেতে বারণ নেই; বেরিয়ে আসতে পার যদি মায়ার বাঁধন ছেড়ে সন্ন্যাসী বেশে।" — কবিতাটা খুব ভালো লেগেছে!
শুভেচ্ছা !
* প্রিয় কবি, অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগলো…