অনন্ত আকাশের নীল ছুঁয়ে
চারুকলা মেঘের বুকে,
অপেক্ষার জানালায় চোখ রেখে
তুমি অবাক চোখে অপলক দেখছিলে,
মেঘের ভাঁজে ভাঁজে
এক আশ্চর্য নীলের খেলা!
জান কি! সে আকাশে
আমি ছিলাম ওই এক পরশা নীল
এক নির্জন সন্ধ্যায় আবেগে স্বপ্ন মেখে
প্রথম যৌবনের উত্তাল তরঙ্গে,
কামনার আগুনে পুড়ে পুড়ে
তাকে খুব করে কাছে পেতে চেয়েছিলে,
জান কি! সে সন্ধ্যায়
আমি ছিলাম ওই এক টুকরো স্বপ্ন
এক শ্রাবণ রাতের আকাশে
তৃষ্ণার এক খণ্ড মেঘ গলে,
রুমঝুম নূপুরের ছন্দে নেমেছিল বৃষ্টি,
তুমি বৃষ্টি বিলাসে মেতে উঠেছিলে
জান কি! সে রাতে
আমি ছিলাম ওই এক পশলা বৃষ্টি
কোন এক স্নিগ্ধ ভোরে ফুটেছিল ভালবাসার উদ্যানে
রাতের ফুল ভোরে
শুভ্র কোমল থোকা থোকা হাসনাহেনা;
তোমার হৃদয়ের গোপন ফুলদানিতে,
সাজিয়ে রেখেছ বড় যত্ন করে
জান কি! কে সে
আমি ছিলাম সে হাসনাহেনা ফুল
এক পূর্ণিমা রাতে তোমার পৃথিবী রঙিন করে
জ্যোৎস্নার নরম মোম আলো ছড়িয়েছিল,
জান কি! সে রাতে
আমি ছিলাম ওই জ্যোৎস্না
এক শীত সকালে কুয়াশার শুভ্র উষ্ণতার চাদর জড়িয়ে
দূর্বা ঘাসের বুকে নগ্ন পায়ে হাঁটছিলে,
হঠাৎ এক চিলতে হাসি দেখে চমকে উঠেছিলে,
জান কি! সে বিন্দু বিন্দু ঘাস শিশিরে
আমি ছিলাম ওই হাসি
পড়ন্ত বিকেলে পাহাড়ের বুক চিরে
নেমেছিল নূপুরের ছন্দে ঝর্ণা ধারা,
তুমি স্পর্শ করে বলেছিলে, এত পাহাড়ের কান্না
জান কি! সে শেষ বিকেলে
আমি
আমিই ছিলাম ওই কান্না!
কোন এক স্নিগ্ধ ভোরে ফুটেছিল ভালবাসার উদ্যানে …
রাতের ফুল ভোরে শুভ্র কোমল থোকা থোকা হাসনাহেনা।
অশেষ শুভকামনা কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।
নানান কিছুতে কাব্যিক উপস্থিতি ভালো লেগেছে !
ভাব গাম্ভীর্যে আপনার কবিতা পড়তে ভালো লাগে আপা।
সে রাতে
আমি ছিলাম ওই জ্যোৎস্না
* অনন্য সুন্দর….
কিছুদিন থেকে আপনার কবিতা পড়ছি নিয়মিত। কিন্তু আপনার অনুপস্থিতিতে।
শুভেচ্ছা কবি বোন হাসনাহেনা রানু।
ভালো কবিতা আপা।
পড়লাম।
আপনার লেখা একটা কবিতাও আমি বাদ দিচ্ছি না, দিদি। আপনার লেখা সব কবিতা গল্প আমার খুবই ভালো লাগে। শুভেচ্ছা জানবেন।