বৈষ্ণবী………
আকাশ নদী ও সমুদ্রকে সাক্ষী রেখে
ভোরের শিউলি ঝরা হাওয়ায় আঁচল উড়িয়ে
আমি বাতাসে কান পেতে শুনেছিলাম তোমার ভালোবাসার কথা
তুমি কি চাঁদের পালকি নিয়ে আমার দুয়ারে এসেছিলে ?
কাল রাতে শুধু নয়,
প্রতি রাতেই প্রতি মধ্যরাতে যেন তুমি হৃদয়ের দরজায় কড়া নাড়ো হে সন্ন্যাসী,
এসে বলো এই যে আমি এসেছি বৈষ্ণবী আমি এসেছি,
তোমার ভালোবাসার গেরুয়া আঁচলে জড়িয়ে নাও আমায়
অনন্ত আকাশ সারা রাতে চেয়ে দ্যাখে,
তোমার আমার নিরব প্রেমের ইতিকথা
চুপিচুপি বিনি সুঁতোর মালা গাঁথা,
লাইট হাউসের আলো সমুদ্র জলস্রোতে ভেসে যায়
সময়ের স্রোত নায়াগ্রা জলপ্রপাত থেকে ইস্তাম্বুলে পৌঁছায়,
পরিযায়ী পাখিরা ভোররাতে বিলীন হয় শেষ দিগন্তে,
কাল রাতে শুধু নয়,
প্রতি রাতেই প্রতি মধ্যরাতে যেন তুমি হৃদয়ের দরজায় কড়া নাড়ো হে সন্ন্যাসী,
আর পায়ের চিহ্ন রেখে পথ হেঁটে যাও তুমি
যাবার আগে বলে যাও
আবার আসবো রাতে দরজা রেখো খোলা রেখো বৈষ্ণবী………
— ফারজানা শারমিন
১৯ – ১০ – ২০১৯ ইং
আবার আসবো রাতে দরজা রেখো খোলা রেখো বৈষ্ণবী।
ওয়াও কবি বোন ফারজানা শারমিন।
অসংখ্য ধন্যবাদ
ভালো লিখেছেন আপা। শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ
কবিতাটি পড়লাম কবি।
কাল রাতে শুধু নয়,
প্রতি রাতেই প্রতি মধ্যরাতে যেন তুমি হৃদয়ের দরজায় কড়া নাড়ো হে সন্ন্যাসী।
প্রতি রাতেই প্রতি মধ্যরাতে যেন তুমি হৃদয়ের দরজায় কড়া নাড়ো হে সন্ন্যাসী,
আর পায়ের চিহ্ন রেখে পথ হেঁটে যাও তুমি
যাবার আগে বলে যাও
আবার আসবো রাতে দরজা রেখো খোলা রেখো বৈষ্ণবী………
-* অসাধারণ বাণীবিন্যাস…
শুভরাত্রি।
নিরন্তর শুভকামনা দিদি ভাই।
মনমাতানো শব্দশৈলীতে মনোমুগ্ধকর লেখনী। শুভেচ্ছা জানবেন।